Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক সেরা লেখনী 

এক স্বপ্ন দেখেছি আমি 
মৃত্যুঞ্জয় সরকার 
১২/০১/২০২১
মাঝে মাঝে ইচ্ছে হয় দেবতার পুজো না করে,  পুজো করি সরল জীবনের কাজ করে, করে, অবসন্ন ক্লান্ত মনের। 
বেইমান অর্থপিপাসু কিছু স্বপ্ন কেড়ে নেই ভাবুক যৌবনের। 
আমি দেখেছি ক…

 


সাপ্তাহিক সেরা লেখনী 



এক স্বপ্ন দেখেছি আমি 


মৃত্যুঞ্জয় সরকার 


১২/০১/২০২১


মাঝে মাঝে ইচ্ছে হয় 

দেবতার পুজো না করে,  

পুজো করি সরল জীবনের 

কাজ করে, করে, অবসন্ন ক্লান্ত মনের। 


বেইমান অর্থপিপাসু কিছু 

স্বপ্ন কেড়ে নেই ভাবুক যৌবনের। 


আমি দেখেছি কতবার 

মাটিতে পরে থাকা থ্যাঁতলানো রক্তপিন্ড,  

ছো মেড়ে নিয়ে যাওয়া তীক্ষ্ণ নখের 

বাজপাখি, 

কান্নার ভয়াল শব্দ, শকূনের উচ্ছ্বাস। 


দেখেছি, 

কৃষক, শ্রমিকের শঙ্কিত, তীব্র আর্তনাদ, 

বাঁচার আকুল প্রয়াস, 

ছেঁড়া কাপড়ে লাজ ঢাকা যুবতীর 

অকুতি প্রাণ। 


দেখেছি 

নিরন্তর ছুটে চলা আকাশ ছুঁয়ার ব্যাকুলতা 

ঘৃণ্য, স্তব্ধ, শোষণ নিপীড়ণের হিংস্র ঘুনপোকা 

ছিঁড়ে ছিঁড়ে খাওয়া নিষ্ঠুর মানবতা। 


হে সূর্যদেব, 

তুমি ঝলসে ওঠো আজ 

হে মেঘ, 

তুমি বৃষ্টি হয়ে ঝড়ো নাকো 

হে বাতাস, 

তুমি উন্মাদ হয়ে ওঠো 

হে চাঁদ, 

তুমি অন্ধকারের বিভীষিকা হও 

তারপর না হয় ভয়ঙ্কর আগ্নেয়পাত হোক 

গলিত ওই লাভায় ধ্বংস হোক সভ্যতা সৌধ। 

তারপর ধীরে ধীরে শান্ত হোক প্রলয় রূপ 

তারপর না হয় অঙ্কুরিত হোক 

ঘুমন্ত যৌবনের স্বপ্ন বীজ 

জেগে উঠুক দিকে দিকে 

বিশ্বাসী প্রেম, উন্মুক্ত মানবতা। 


আবার না হয় ফিরে যাবো সেই 

উলঙ্গ জীবনে, কিংবা বাকল শরীরে 

সহজ, সরল, নিষ্পাপ, আবেগী জীবনে 

পাতার ছাউনিতে 

কাঠের আগুনে 

নদীর খরস্রোতে 

 লাঙলের ফালে 

 আটপরে বিশ্বাসী হাসি খুশি মনে।