Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগ -কবিতা শিরোণাম-"আমার বঞ্চনা"কলমে-শ্রী মদন মণ্ডল ______/তাং-২১.০১.২০২১আমি বঞ্চিত কর্ণের মত মাতৃস্নেহে,তাই তো অপরের গৃহে পশুচারণ, থেকে শুরু মোর শৈশব। 
আমি বঞ্চিত পারিবারিক স্নেহ হইতে,অপরের জম…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগ -কবিতা 

শিরোণাম-"আমার বঞ্চনা"

কলমে-শ্রী মদন মণ্ডল 

______/তাং-২১.০১.২০২১

আমি বঞ্চিত কর্ণের মত মাতৃস্নেহে,

তাই তো অপরের গৃহে পশুচারণ, 

থেকে শুরু মোর শৈশব। 


আমি বঞ্চিত পারিবারিক স্নেহ হইতে,

অপরের জমিতে ধান রোপন-বীজ বপন,

মজুর খেটে পড়াশোনায় -কেটেছে মোর কৈশোর। 


আমি বঞ্চিত শিক্ষা-ক্ষেত্রে তাই তে মোর

হাতের লেখা-ব্যকরণ জ্ঞানভান্ডার খুবই কম, 

চেষ্টার গুনে উচ্চস্তরে ফলাফলে প্রথম। 


আমি বঞ্চিত সরকারী চাকরি ক্ষেত্রে-

তিন-তিনবার প্রাথমিক শিক্ষক ও একবার উচ্চমাধ্যমিকের লিখিত পাশ করে মৌখিকে সময় "বোবাশ্রী"হয়ে কেরাণীর চাকরিতে জীবন কাটে। 


আমি বঞ্চিত প্রেমিকার কাছে -

 চাকরির চেষ্টা করেও জুটাতে অক্ষমের জন্য

সে আজ হয়েছে "মিথ্যাশ্রী"।


আমি বঞ্চিত আমার পাড়ার উন্নয়নে-

এখনও এক কিলোমিটার কর্দমাক্ত রাস্তা, 

বিদ্যুৎ বিহীন মোর পাড়া ।


 আমার বঞ্চনাময় জীবন থেকে বলে যেতে চাই-

যতক্ষন মোর দেহে আছে প্রাণ, 

প্রাণ পনে সরাবো বঞ্চনার জঞ্জাল, 

এই গ্রামে বঞ্চিতদের বাসযোগ্য করে যাবে আমি, 

সকল বঞ্চিতদের কাছে আমার দৃঢ় অঙ্গীকার।।