Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাশিরোনাম-পাশার ছক কলমে-মিনতি গোস্বামীতারিখ ২১,০১,২০২১
নেতাদের হাল্লা, মিডিয়ার. হাল্লা, চিবোচ্ছে রোজ জনগণের মাথা বেকারের হতাশা, বাজারের তামাশা, নিয়ে কেউ বলছেনা কথা,বোলে হরিবোল, বাজাচ্ছে ঢোল , সকাল হলেই দল বদল খিস্তি খেউড়ে, ম…

 


কবিতা

শিরোনাম-পাশার ছক 

কলমে-মিনতি গোস্বামী

তারিখ ২১,০১,২০২১


নেতাদের হাল্লা, মিডিয়ার. হাল্লা, চিবোচ্ছে রোজ জনগণের মাথা 

বেকারের হতাশা, বাজারের তামাশা, নিয়ে কেউ বলছেনা কথা,

বোলে হরিবোল, বাজাচ্ছে ঢোল , সকাল হলেই দল বদল 

খিস্তি খেউড়ে, মিথ্যে আউড়ে, নামাচ্ছে রাস্তায় মানুষের ঢল।


জনগণ বোকা, খাচ্ছে ধোঁকা, চিনেও চেনেনা কারা বহুরূপী

চিনলে পরে,বুঝলে পরে, উড়তে পারে মাথার টুপি।


চলছে যেমন , চলবে তেমন, ভাবছে বসে যে নেতারা 

 তাদের রং, তাদের ঢং, বুঝবেনা জানে ভোটার বেচারা,

ভাবছে ভুল,ধরছে গুল, নীরবে সব দেখছে যারা 

সময় এলে, হাতে পেলে,পাশার ছক পাল্টাবে তারা।