Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম----জীবন্ত জীবাশ্মকলমে--সেনগুপ্ত কথামালাতারিখ--২৯/১২/২০২০

নির্জন নদীতীর --------রঙিন আকাশের ছায়া সোনালী বালু তটে।বাতাসের প্রবল শব্দ----- হাতছানি দেয় জীবন্ত জীবাস্মর।
কিছু নিবিড় সময়ের জলছবিপ্রিয় গানের ম…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম----জীবন্ত জীবাশ্ম

কলমে--সেনগুপ্ত কথামালা

তারিখ--২৯/১২/২০২০



নির্জন নদীতীর --------

রঙিন আকাশের ছায়া সোনালী বালু তটে।

বাতাসের প্রবল শব্দ----- হাতছানি দেয় 

জীবন্ত জীবাস্মর।


কিছু নিবিড় সময়ের জলছবি

প্রিয় গানের মাঝের দুটি অবিস্মরণীয় লাইন।

পাহাড়ের গায়ে খোদাই করা জোড়া নাম

 সেই বুনো গন্ধ বনভোজনের দিন চুমুর সাথে -------


শিশির ভেজা হলুদ মাটিতে চাপা পদশব্দ----

চেতনা হারানো 

অগণিত সুগন্ধিত উষ্ণ ক্ষনের প্রতিফলন।

সফেদ বন্ধুত্বের রজনীগন্ধা রাত।


মাস্তুল ভাঙা জাহাজের শেষ অংশটুকু

প্রেম তরিয়ায় ভেসে যাবার দিনগুলোর গল্প করে

"পবিত্র গন্ধ" উর্বর মাটি খোঁজে 

ফসিলের দেহে ঘর বাঁধে।


কুয়াশা ভেদ করে সারিবদ্ধ মানুষ ফসিলের মিছিল

রঙহীন ধূসর স্পর্শ বোধ।

ডাইনোসরদের মত সর্বস্ব গ্রাস করা

 মস্ত হা মুখ আজও।


রঙিন আকাশ কলুষিত বোধ করে

সোনালী বালুকনায় মিশে 

নতুন ইমারতের খোঁজে-----