Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা
#যেটুকু_না_বলা_থাকে...
                  মনিকান্ত  ।                ২৯/১২/২০২০=====================================
পুরানো আসবাবে যেটুকু গন্ধ লেগেছিল অভিমানের, তার চেয়ে ঢের বেশি স্বপ্ন আঁকা হয়েছিল পর্দার ফাঁকে,
শরতের শি…

 




#বিভাগ_কবিতা


#যেটুকু_না_বলা_থাকে...


                  মনিকান্ত  ।                ২৯/১২/২০২০

=====================================


পুরানো আসবাবে যেটুকু গন্ধ লেগেছিল অভিমানের, 

তার চেয়ে ঢের বেশি স্বপ্ন আঁকা হয়েছিল পর্দার ফাঁকে,


শরতের শিশির ভেজা ভোর। বর্ষার শ্রান্ত দুপুর, কিংবা 

শীতের কুয়াশা মাখা সন্ধ্যা -

আমাদের গা সওয়া ছিল সবই।


পার্কের বেঞ্চ। ফাঁকা বাস স্টপ, কিংবা 

বৃষ্টিস্নাত মেঠো পথ -

এ সবই থাকতো এক আকাঙ্খিত অপেক্ষায়। 


এমনিতে আজও কোনো বিভেদ নেই আমাদের মাঝে। 

দূরত্ব যে অনেকটা বেড়ে গেছে - তা'ও নয়। 


শুধু একে অপরকে অকারণে ব্যস্ত রাখতে চেয়েছি আমরা। 

ভুলে যেতে চেয়েছি অসংলগ্ন প্রহরের বেশ কিছু ইতিকথা। 


অথচ ফোনের কলার টিউনে আজও বেজে ওঠে --

               পল্ পল্ দিল কে পাস...... 


                             ///////////////////

মাস্তুল ভাঙা জাহাজের শেষ অংশটুকু

প্রেম তরিয়ায় ভেসে যাবার দিনগুলোর গল্প করে

"পবিত্র গন্ধ" উর্বর মাটি খোঁজে 

ফসিলের দেহে ঘর বাঁধে।


কুয়াশা ভেদ করে সারিবদ্ধ মানুষ ফসিলের মিছিল

রঙহীন ধূসর স্পর্শ বোধ।

ডাইনোসরদের মত সর্বস্ব গ্রাস করা

 মস্ত হা মুখ আজও।


রঙিন আকাশ কলুষিত বোধ করে

সোনালী বালুকনায় মিশে 

নতুন ইমারতের খোঁজে-----