Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সতত বেদনহিল্লোল তালুকদার
অতলে তলিয়ে থাকা স্মৃতিগুলো ক্ষণে ক্ষণেই উগরে উঠে জানান দিতে চায়, অনুভূতিগুলো এখনো নিষ্ক্রিয় হয়ে যায়নি। আগে যেমন ভাবতে পারতাম, কল্পনায় ভেসে বেড়াতে পারতাম রঙ্গিন দুষ্টু মিষ্টি স্বপ্নগুলো সঙ্গী করে....এখনও স…



 সতত বেদন

হিল্লোল তালুকদার


অতলে তলিয়ে থাকা স্মৃতিগুলো 

ক্ষণে ক্ষণেই উগরে উঠে জানান দিতে চায়, 

অনুভূতিগুলো এখনো নিষ্ক্রিয় হয়ে যায়নি। 

আগে যেমন ভাবতে পারতাম, 

কল্পনায় ভেসে বেড়াতে পারতাম 

রঙ্গিন দুষ্টু মিষ্টি স্বপ্নগুলো সঙ্গী করে....

এখনও স্বপ্ন দেখি, এখনও কল্পনায় ভাসি,

পার্থক্য কেবল একটাই,

আগে যেমন মিশে থাকতো সুখানুভূতি, থাকতো চঞ্চলতা,

এখন সেখানে কেবলই ভয়,

কেবলই অনিশ্চয়তার বিচরণ। 

নিমিষে স্মরণ করিয়ে দেয় অতীতের বিশ্বাস ভঙ্গের বাস্তবতা। 

প্রতিনিয়ত ভাঙা গড়ার যুদ্ধ নিজেকে ক্লান্ত করেছে,

স্বপ্ন ভঙ্গের নিয়ত প্রতিযোগিতা লণ্ডভণ্ড করে দিয়েছে আত্মবিশ্বাস। 

কিছু কিছু নতুনত্বের মোহনীয় হাতছানি 

ধ্বংস করেছে মানবিক আসক্তি। 

দীর্ঘশ্বাসগুলোও এখন আর দীর্ঘ হয় না,

শ্বাসের বাতাসটাও বড় হালকা। 

নিয়ত নিয়মে বহতা জীবন নদী,

সবাই সুখে হাসি, দুঃখে কাঁদি, 

সবাই সুখ কুড়াতে স্বপ্ন সাজাই 

ব্যর্থতায় কেঁদে ভাসাই বুক।

ভোরে ঝরে থাকা শিউলি, বকুলগুলোও 

এখন আর কুড়াতে ইচ্ছে হয় না। 

মনে হয় এদের ঝরে পড়ে থাকা একটা মানুষের স্বপ্ন পূরণ না হওয়া হতাশার অনুভূতির শামিল। 

সব মানুষের স্বপ্ন যেমন পূরণ হয় না,

ঝরে যাওয়া ফুল গুলোও তাই,

সব ফুল কি আর মন্দিরে যায়?

কিছু ফুলতো মৃতের উপরও ছিটানো হয়।      

হয়তো সেখানেই তার স্বার্থকতা। 

নিভু নিভু করে জ্বলতে থাকা প্রদীপটাও

নিভে যাওয়ার আগে খানিকটা উজ্জ্বল আলো ছড়ায়।      

স্বপ্নরাও কেমন যেনো কষ্টের মতো, 

ছায়ার মতো সঙ্গী হয়ে থেকে যায়।      

প্রতিনিয়ত অপূর্ণতার স্বাদ পেলেও আনমনে উঁকি দিয়ে যায়।      

কখনো খানিক সুখের জানান দিয়েও

সৃষ্টি করে দিয়ে যায় অন্তহীন কষ্টের ঢেউ।