#বিভাগ .কবিতা "একটা পাহাড়ী মন "
একটা পাহাড়ী মন শক্ত ,কঠিন চামড়ায় মোড়া আর আনাচে কানাচে নরম শ্যাওলা যার বুক চিরে ঝরনা নামে |আঙুল ফুঁড়ে জন্মায় বুনো লতা ,পাহাড়ী ফুল |মাথায় বোঝা হয়ে দাঁড়ায় পাইনের গাছ ,মাঝে মাঝে ঝড় হয় ...অভ…
#বিভাগ .কবিতা
"একটা পাহাড়ী মন "
একটা পাহাড়ী মন শক্ত ,কঠিন চামড়ায় মোড়া
আর আনাচে কানাচে নরম শ্যাওলা যার বুক চিরে ঝরনা নামে |
আঙুল ফুঁড়ে জন্মায় বুনো লতা ,পাহাড়ী ফুল |
মাথায় বোঝা হয়ে দাঁড়ায় পাইনের গাছ ,মাঝে মাঝে ঝড় হয় ...
অভিমানী ধস নামে ঢাল বেয়ে ,
আমরা বলি বিপর্যয় |
যোগাযোগ থামিয়ে দি নিমেষেই !
পাহাড় মানেই নতুন নতুন মানুষের আনাগোনা |
নতুন নতুন পাখির ডাক ,
ঢালের গায়ে নতুন নতুন নাম না জানা ফুলের সমাবেশ
ধসে যাওয়া মাটির বুকে জন্ম নেয় ঘাস আর গুল্ম
কঠিন চামড়ার ফাঁক গলে এঁকেবেঁকে ঝরনার তিরতিরে শব্দ |
এই কথাগুলো ইতিমধ্যেই জমা হয়েছে
বাকি আছে শেষ সেরা উত্তর
একটা দমকা হাওয়ায় যেমন শীতের অবশিষ্ট রেখে যায় |
ঠিক তখনই মনে হয়
কেন যে শেষ হয়েও শেষ হলো না
সৃষ্টি নাই বা রাখলে সেই উত্তরের রেশ |
🌹🌹🌹🌹কলমে ইন্দু (14.1.2021)