Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম _ বদলে যাওয়াকলমে _ পারমিতা মহান্ত২৯/১২/২০
সেই যে কবে বাজিয়ে ছিলি ধামসা-মাদল,সেই মাদল কি আজও বাজাস শিমুল বনে?যে মেয়েটির শ্যামলা গায়ে চকচকে তেলতোকে দেখেই ছুট্টে গেল ঘরের কোণে।
তার সাথে তুই ঘর বেঁধেছিস পাহাড় কোলেলাল পলাশের এক…

 


শিরোনাম _ বদলে যাওয়া

কলমে _ পারমিতা মহান্ত

২৯/১২/২০


সেই যে কবে বাজিয়ে ছিলি ধামসা-মাদল,

সেই মাদল কি আজও বাজাস শিমুল বনে?

যে মেয়েটির শ্যামলা গায়ে চকচকে তেল

তোকে দেখেই ছুট্টে গেল ঘরের কোণে।


তার সাথে তুই ঘর বেঁধেছিস পাহাড় কোলে

লাল পলাশের একটি থোকা মাথায় গুঁজে।

কৃষ্ণচূড়ায় রাঙিয়ে সিঁথি বলেছিলি_

এতদিনে ভালবাসা তোর পেলি খুঁজে।


সত্যি বুঝি ধরা দিলি ওর চিকন দেহে,

মন কাড়ল চঞ্চলা ওই শ্যামলা মেয়ে!

ভিজে চোখের চাহনিতে জড়িয়ে গেলি

ঝরনাধারা আছড়ে পড়ে নদীর বুকে।


তোর শহরে চলছে পথে মিছিল শত,

চেনা চেনা স্লোগান গুলো আজ অচেনা।

তোর কবিতা রক্ত ঝরায় লাল গোলাপে,

তুই নেই তাই প্রতিবাদও টাকায় কেনা।


শিমুল বনে ফিরে গিয়ে বদলে যাওয়া,

তোর শহরে তোর প্রেমিকার অন্য চাওয়া।

পারফিউমের গন্ধটাও উগ্র বড়ো,

স্লোগান ওঠে প্রেমের বুকে বারুদ ভরো।