#দৈনিক সেরা লেখনী প্রতিযোগিতা********************************
অভিবাসী প্রেম**************
নিভে আসা শেষ রাতের চাঁদ,ধরে রেখেছে পাহাড়ের ঢালঅবশিষ্ট আলোর রেণু মেখে নিতে হিম ভোরে।চোখ রগড়ে,জাগছে প্রকৃতির গাছ - গাছালি,আর ভিজতে থাকা কিছু স…
#দৈনিক সেরা লেখনী প্রতিযোগিতা
********************************
অভিবাসী প্রেম
**************
নিভে আসা শেষ রাতের চাঁদ,
ধরে রেখেছে পাহাড়ের ঢাল
অবশিষ্ট আলোর রেণু মেখে নিতে হিম ভোরে।
চোখ রগড়ে,
জাগছে প্রকৃতির গাছ - গাছালি,
আর ভিজতে থাকা কিছু সুন্দর মন।
আলসেমি ফেলে
উঠে এলো লাল সূর্য্য
পৃথিবীর এ প্রান্তে আলো জোগাতে।
ঘুম হয়নি ভালো,
দোয়েলের শিসে আক্ষেপ!
পাপিয়ার মন খারাপ,
প্রেমের জটিলতায় ।
অজস্র মাইল পাড়ি দিয়ে
পরিযায়ী ,
আজ বাসার সুখে সুখী;
হোকনা ,
তা হাতে গোনা ক'দিনের!
বৈধতা বাঁচিয়ে,
জীবন তো অভিবাসী সকলের,
বাঁচবো নয়তো মরবো।
তবু যদি,
একছিটে ভালোবেসে ফেলিস,
ছিটমহলেই রাজবাড়ী গড়ি
সুয্যিভাঙা ওম নিয়ে ;
ঝিরঝিরে খেজুর পাতা মনকে একজোট করে!
বয়ে চলুক টিকটিক নদী,
বয়ে যাক তিরতির নদী
আর ঝরঝর ঝর্ণা ঝাঁপিয়ে পড়ুক তার বুকে পূর্ণ অধিকারে ।
ক্লান্ত শ্রান্ত বিকেলের শেষ আলোর হাতে সন্ধ্যেকে সঁপে দিয়ে,
এমনই এক অধিকার বোধহয় পাপিয়াটাও চায় ,
তাইনা !!
দেবযানী
28/12/20