Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ক্ষতের গদ্য দে বা শী ষ
নোটিফিকেশন মানেই তোমার আমার দূরত্বের ইতিকথা , আপডেট দিয়ে নিজেকে প্রধান করে তুলি যেমন,নেটওয়ার্ক জানে কতোটা মনের মতো চলতে হয়,ভাবনারা নীল জানালায় ইতিহাস হয়ে জেগে ।
তবুও পৃথিবীর সব আলো, সবটুকু ঘাস,আমায় ও আমাদের …

 


ক্ষতের গদ্য 

দে বা শী ষ


নোটিফিকেশন মানেই তোমার আমার দূরত্বের ইতিকথা , 

আপডেট দিয়ে নিজেকে প্রধান করে তুলি যেমন,

নেটওয়ার্ক জানে কতোটা মনের মতো চলতে হয়,

ভাবনারা নীল জানালায় ইতিহাস হয়ে জেগে ।


তবুও পৃথিবীর সব আলো, সবটুকু ঘাস,

আমায় ও আমাদের ছুঁয়ে যেতে চায়,

সব পাখি, প্রতিটা নিরবতা বিষন্ন হতে চায় ;


সমাজটা চায়ের পেয়ালা হাতে খবরের কাগজ খোঁজে,

রচিত হয়ে চলা -

গল্পের মতো , ঠুনকো বিপক্ষের আন্দোলনের মতো ,


সময় পাইনা আর - স্ক্রল করে করে চমকের ভিড়ে ,

নিজের ইচ্ছাটুকু যান্ত্রিক ক্ষতির সামিল,  

কোনমতে লুকিয়ে চুরিয়ে অভ্যাসের মতো লিখে চলা -

চর্চা বলতে তোমরা বাদ দিয়ে রাখো যতটুকু -

আমায় জড়িয়ে থাকে।