Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

|| প্রণাম ||    -- স্বপন  সমাদ্দার 
নিজেকে"নেতাজি"    ভাবে তস্করও,নেতাজি নামের   কি বিড়ম্বনা;ভারতবাসীর   হৃদয়ে সুভাষ বসুই "নেতাজি"   দ্বিতীয় কেউ না!
সেই নেতাজিকে   দেশবাসী আজস্মরণ করছে    শ্রদ্ধাচিত্তে!কিন্তু ক…



 || প্রণাম ||

    -- স্বপন  সমাদ্দার 


নিজেকে"নেতাজি"    ভাবে তস্করও,

নেতাজি নামের   কি বিড়ম্বনা;

ভারতবাসীর   হৃদয়ে সুভাষ 

বসুই "নেতাজি"   দ্বিতীয় কেউ না!


সেই নেতাজিকে   দেশবাসী আজ

স্মরণ করছে    শ্রদ্ধাচিত্তে!

কিন্তু কীভাবে   শ্রদ্ধা জানাব?

মনে হয় সবই    ভড়ং, মিথ্যে!


তাঁর প্রাপ্য যে    সম্মান, তাঁকে 

দেয়নি আমার    স্বাধীন স্বদেশ;

অথচ, "নেতাজি  দরদী" সাজতে

আজ হুড়োহুড়ি   প'ড়ে গেছে বেশ!


তার বিপরীতে    মিছিল চলেছে  

প্রাণচঞ্চল     ছাত্র-যুবার...

আজাদী স্লোগান    মুখে মুখে, যাতে--

দেশ পরাধীন   না হয় দু'বার!

  

সবার মুখের  গ্রাস কেড়ে নিতে

চাইছে শাসক,  তার বিরুদ্ধে--

"করেঙ্গে,ইয়া   মরেঙ্গে" ক''রে

অন্নদাতারা  নেমেছে যুদ্ধে।


যারা দীন, হীন,   অতিসাধারণ,

বোঝে না চলছে   কাদের স্বরাজ...

জানে না কীভাবে,   স্মরণ করবে

নেতাজিকে তারা,   কোন্ ফুলে আজ!


যারা ভেবেছিল--   তিনি ফিরবেন,

কোটি জনতার    সকাতর ডাকে...

তারা যেন আজ    সজল চক্ষে

বলছে তাদের   প্রিয় নেতাজিকে--


"ফুল  আছে। তবু ,   কোন  ফুল  যেন 

আপনার  মনে     ঢালেনি  সুবাস ...

আপনাকে , শুধু    ভালবাসা  ঢেলে 

শ্রদ্ধা  জানাই ...  নেতাজি  সুভাষ !"