Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবি তুমি, আসলে কৃত্তিবাস ওঝা 26/01/2021 
দেওয়ালে টাঙানো ফ্রেমে বন্দি ছবিটা চুপচাপ, কিন্ত জীবন্ত                           বেঁচে আছে কবিতায়দিনরাত হাঁটা চলা, মনের দোরগোড়ায়প্রতি সন্ধ্যায় কবিতার বাতি জ্বালায় ভাঙ্গা বাড়ির জীবন-বারান্দ…

 


কবি তুমি, আসলে 

কৃত্তিবাস ওঝা 

26/01/2021 


দেওয়ালে টাঙানো ফ্রেমে বন্দি ছবিটা 

চুপচাপ, কিন্ত জীবন্ত 

                          বেঁচে আছে কবিতায়

দিনরাত হাঁটা চলা, মনের দোরগোড়ায়

প্রতি সন্ধ্যায় কবিতার বাতি জ্বালায় 

ভাঙ্গা বাড়ির জীবন-বারান্দায় ।


সাল তারিখ বার সময় ভুলে গেছি 

কিন্তু মনে আছে,--

রূপ গুন, সৌম মধুর মউল আচরণে 

সিড়ি বেয়ে বসন্ত স্পর্শ রেখেছিলো চিলেকোঠায় 

অবসাদের স্থান হয়েছিলো চিত্রগুপ্তের খাতায় ।


আমি কবি কিনা জানি না 

হয়ত কখনও কবি হতেও পারবো না ।

তবে জানি, মুক্তমনে প্রশয়ী আদরে 

                    কবি ছিলে তুমি, আসলে 

প্রেরণার বোতাম খোলা ভালোবাসা 

এখন কবিতা হয় 

                    সদ্যজাত কবিতার কলমে ।


তুমি কবিতার প্রচ্ছদে ছিলে 

আজও আছো,

            শেষ না-হওয়া কবিতার উপসংহারে 

সত্যবদ্ধ আদর ভালোবাসার ছন্দ-স্পর্শ

আজও শব্দ সাজায় অভিমানী কবিতার অন্তরে ।


মৌ, আজ তুমি দেওয়ালে টাঙানো ফ্রেমে 

অ্যাডমিনের প্রশংসা, গ্রুপের শংসাপত্র 

পাঠক পাঠিকা লেখক লেখিকার লাইক, মন্তব্য 

এই সামান্য সঞ্চয় নিয়ে দাঁড়িয়ে তোমার উঠানে,

অধিকারের দু হাত বাড়িয়ে 

                            তোমার প্রাপ্য তুমি কি নেবে ?

অনামী কবির শ্রদ্ধা-সম্মান ভালোবাসা নিয়ে 

                                     ঋণ শোধ করতে দেবে? 


কবি যে তুমি, আসলে ।