Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা বিভাগ ---- কবিতা  শিরোনাম ----জীবন জয়ের জেদ কলমে ---শম্পা মুখার্জী কোলে তারিখ --26/1/2021*******************
জীবন পথে চলতে গেলে হোঁচট তুমি খাবে, তা বলে কি চলার পথ থামিয়ে দিতে হবে  ?
এগিয়ে চলো স্থির লক্ষ্যে য…

 


দৈনিক সেরা কলম সম্মাননা 

বিভাগ ---- কবিতা 

 শিরোনাম ----জীবন জয়ের জেদ 

কলমে ---শম্পা মুখার্জী কোলে 

তারিখ --26/1/2021

*******************


জীবন পথে চলতে গেলে 

হোঁচট তুমি খাবে, 

তা বলে কি চলার পথ 

থামিয়ে দিতে হবে  ?


এগিয়ে চলো স্থির লক্ষ্যে 

যতই আসুক ঝড়, 

পৌঁছে  যাবে আস্থা রাখ 

 নিজের উপর। 


পরের কথায় কান দিও না 

থমকে যেতে হবে ,

যখন তখন পুতুলের মত 

তোমায় নাচাবে। 


তোমার মনেও সাহস আছে 

জিততে তুমিও পারো, 

যতই বাধা আসুক তবু 

এগিয়ে যাও আরো আরো আরো। 


প্রমাণ করো তোমার মধ্যে ও

আছে রত্নের খনি, 

তুমিও পারো জিতে নিতে 

জয়ের মুকুট খানি।