Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিষয় --গদ্য কবিতাশিরোনাম -আমার জন্য কলমে -নন্দিতা মালাকার

একটা কবিতা লিখতে পারবে কবি আমার জন্য?যেখানে আমার অনুভূতি গুলো ছড়িয়ে দেবে তোমার সাদা ক্যানভাসে কলমের হালকা স্পর্শে,গোলাপের পাঁপড়ি হয়ে ঝড়ে পড়বে ইচ্ছাগুলো!ফুটে উঠবে ভালবাসার…



 বিষয় --গদ্য কবিতা

শিরোনাম -আমার জন্য 

কলমে -নন্দিতা মালাকার



একটা কবিতা লিখতে পারবে কবি আমার জন্য?

যেখানে আমার অনুভূতি গুলো ছড়িয়ে দেবে তোমার সাদা ক্যানভাসে কলমের হালকা স্পর্শে,

গোলাপের পাঁপড়ি হয়ে ঝড়ে পড়বে ইচ্ছাগুলো!

ফুটে উঠবে ভালবাসার রঙ্গিন ছবি,

মোহময়ী চাঁদের মৃদু আলোয় আলোকিত হবে তোমার প্রেম!

জলতরঙ্গের মৃদু সুরে বেজে উঠবে কবিতার ছন্দ।

মায়াবী জোৎস্নার আলোয় অনাসে মিশে যাব তোমার কবিতায়।

কমা চিহ্ন গুলো হবে, আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন;

আর দাড়ি চিহ্নগুলো হবে স্বপ্নের বাস্তবায়ন।

কোলন, সেমিকোলন, হাইফেনগুলো হবে আমাদের মিলনের রূপরেখা।

উপমা, অলঙ্কার আর.....

 অনুভূতির আলতো ছোঁয়ায়, ফুটে উঠবে-

কবিতার রূপ মাধুর্য!

প্রতিটি বাক্যে বর্ষিত হবে মধুর সুরের মূর্ছনা,

ছোট্ট ছোট্ট ভালবাসা আর বিশ্বাসের বারি কণা

মাঝ আকাশে হবে ভাসমান.....

সাদা পেঁজা তুলোর মেঘের মতো হাসি,

খেলে যাবে তোমার,সাদা ক্যানভাসে; 

এমন কবিতা যদি পার 

কবি তুমি লিখ আমার জন্য ।।