Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ -কবিতাশিরোনাম-" সেই বেঞ্চিটা " কলমে - সূর্যকন্যা তপতী ( তপতী দাস )তারিখ-০১/০১/২০২১3:03 PM""""""""""""""""""""&qu…

 


#বিভাগ -কবিতা

শিরোনাম-" সেই বেঞ্চিটা " 

কলমে - সূর্যকন্যা তপতী ( তপতী দাস )

তারিখ-০১/০১/২০২১

3:03 PM

"""""""""""""""""""""""""”””””””””””””

সন্ধ্যার আধো অন্ধকারে 

ইউক্যালিপ্টাস গাছের তলে

বৃটিশ আমলের সেই রংচটা

নকশা কাটা লোহার বেঞ্চিটা 

চার পায়ে বয়সের ভারে 

আজও ঠাঁই রয়েছে দাঁড়িয়ে 

যেন  সাক্ষী হয়ে--

জোড়ায় জোড়ায় এসে বসে 

রোজ  সন্ধ্যায় কত

কপত কপতীর মত

প্রেমিক প্রেমিকা যত

কত শত ভালবাসা 

মান অভিমানের পালা

সব কিছু দ্যাখে বেঞ্চিটা একা

কখনো  মিলনের সুর 

কখনো বিচ্ছেদের

বকমবকম পায়রার মত

তুমি ছাড়া  বাঁচব না গো 

গোপন কথাটি থাক না গোপনে 

বেঞ্চিটা সব শোনে-'

কখনও সোহাগে জড়িয়ে ধরে 

ঠোঁটে ঠোঁট যায় মিলে 

বেঞ্চিটা সাক্ষী থাকে 

নিঃশব্দের শব্দ মিছিলে 

বলতে না পারার কষ্ট বুকে নিয়ে

একাকী বেঞ্চিটা ঠায় দাঁড়িয়ে থাকে

ওরা চলে যায়  তাকে একা ফেলে —

মাঝে মাঝেই পুলিশ আসে

ভয় দেখায় থানায় নিয়ে যাবে বলে 

লাঠির বারি মারে বেঞ্চিটার গায়ে

বেঞ্চিটা  সে ব্যথা গুলি নীরবে সহ্য করে 

চিনে বাদামের ঠোঙা  রয়েছে  পড়ে 

প্রেমিক প্রেমিকা পালিয়েছে ভয় পেয়ে

মুহূর্তে  প্রেম যেন নিষিদ্ধ হয়ে যায়

বেঞ্চিটা যেন প্রাণপণ  চেঁচিয়ে বলতে চায়

প্রেম করা কোন অপরাধ নয়---!!

""""""""""""""""""""""""""""""""""""""""""""

সূর্যকন্যা তপতী