Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা#বিভাগ_গদ্যকবিতা#শিরোনাম_খোলা_ডাইরি#লিখনে_বীরেন_আচার্য্য#২৭শে_জানুয়ারি_২০২১ 
খোলা ডাইরি ---------------শরৎবাবু !পড়বে বলে ডাইরিটা রেখেছি খুলে  , নারীর দুঃখ তো তুমিই বুঝেছো - মূক মনের বেদনায় মুখর করেছো সাহিত‍…

 


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা

#বিভাগ_গদ্যকবিতা

#শিরোনাম_খোলা_ডাইরি

#লিখনে_বীরেন_আচার্য্য

#২৭শে_জানুয়ারি_২০২১ 


খোলা ডাইরি 

---------------

শরৎবাবু !

পড়বে বলে ডাইরিটা রেখেছি খুলে  , 

নারীর দুঃখ তো তুমিই বুঝেছো - 

মূক মনের বেদনায় মুখর করেছো সাহিত‍্য।

শরৎবাবু! আমি পার্বতী , আদরের পারু , 

একবুক ভালোবাসা দিলে যদি 

প্রধান ফটকটা বন্ধ করলে কেন ? 

ঠুনকো সামাজিকতার কাছে ভালোবাসা হারে নি; 

তুমি হেরে গেছো শরৎবাবু । 

শরৎবাবু! খোলা ডাইরি - মনের মধ‍্যে ঢেউ 

উথালি পাথালি করে নিত‍্যদিন; 

মনের খবর রেখেও বলো নি কথা মনের সাথে - 

পল্লী সমাজে রমারা আজও সম্পর্কের জটিল আবর্তে; 

মনের কথা শোনাওনি রমেশকে, বিধবা বলে ?

কেন শরৎবাবু - কেন ? 

চরিত্র নিয়ে শুধু ছিনিমিনি খেলেছো - 

সাবিত্রী না কিরণময়ী বলো না কে চরিত্রহীনা ?

সতীশ না উপেন্দ্র ? 

তোমার জন‍্যই তো রূপকে মনের লাবণ‍্য করেছি 

তবু দাও নি ভালোবাসা ; 

রাজলক্ষ্মী হয়ে কি পেলাম ! 

ছড়ালে শুধু গালভরা বাণী - " মহৎ প্রেম শুধু 

কাছেই টানে না - দূরেও সরিয়ে দেয় "। 

তোমার জবাব নেই শরৎবাবু ! 

দেখ একবার আমার খোলা ডাইরিটা - 

জলভরা চোখে - কিরণময়ী,হেমনলিনী,অন্নদাদিদি-

চন্দ্রমুখী, সাবিত্রী , সুরোবালা, আরও কত - 

সূর্য্যি উঠলে রাত্রি মরে, সূর্য্যি ডুবলে দিন -

নারীরা মরে ভালোবেসে যুগে যুগে ; 

মনের ডাইরিতে জমা হয় শুধু যন্ত্রণা । 

শরৎবাবু ! ডাইরির লেখাগুলো পড়ো,

মন দিয়ে পড়ো  - অন্ততঃ একবার পড়ো শরৎবাবু ।

         

           ------------×-----------