Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

যে কথারা কথা দিয়েছিল
যে কথারা কথা দিয়েছিল হারিয়ে গেছে জোড়া শব্দের ভীড়ে, নদীর তরঙ্গে ঢেউয়ের মাস্তুলে, পাহাড়ের চূড়ায় কিংবা দীঘির গভীরতায়, শিলালিপি বদ্ধ উপমহাদেশের কথামালা দেখি ঘুম ভাঙ্গা স্বপ্নে, পাহাড়ের খুদানো শব্দে ধুলো…

 


যে কথারা কথা দিয়েছিল


যে কথারা কথা দিয়েছিল হারিয়ে গেছে জোড়া শব্দের ভীড়ে, 

নদীর তরঙ্গে ঢেউয়ের মাস্তুলে, পাহাড়ের চূড়ায় কিংবা দীঘির গভীরতায়, 

শিলালিপি বদ্ধ উপমহাদেশের কথামালা দেখি ঘুম ভাঙ্গা স্বপ্নে, 

পাহাড়ের খুদানো শব্দে ধুলো সরিয়ে খুঁজি সেই কথাদের,

তারা যেন নিঃশব্দে লুকিয়ে আছে কোথাও, 

পাঁচ আঙ্গুলের অগ্রভাগ কঠিন হয়ে ওঠে, 

সেখানে জন্ম নেয় শুক্রকনা,

চতুর্দিকের অন্ধকার ভেঙে বেরিয়ে আসে এক রঙিন প্রজাপতি, 

তার রঙিন পাখা বিষবৃক্ষের শরীর ছুঁতেই,

ছাল বাকল সরিয়ে এগিয়ে আসে নগ্ন কথামালার দল, 

স্মৃতিহীন ক্লান্তি নিয়ে তারা একে অপরের গায়ে জোড়া লেগে আছে ,

আমার মায়া হয়, হাত মুঠো থেকে উড়িয়ে দেই রঙিন বসন্ত, 

শীৎকার জাগিয়ে বাতাসে ছুড়ে দেই শব্দ,

এখন আমার মাথার ওপরে বেষ্টিত হয়ে আছে সাত-রঙা রামধনু ,

যে কথারা কথা দিয়েছিল, রঙীন আলোয় আজ তাদের মুক্তি, 

আমাকে এগিয়ে যেতে হবে সবুজ চাদরে মোড়া পৃথিবী ছেড়ে নক্ষত্রের সীমানায়।

  - রাণু গুহ।