Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা - অন্য বসন্তকলমে - মৌমিতা ভট্টাচার্য্যতারিখ - 16.12.2020
আমি একটা বসন্ত দেখতে চাইপলাশ শিমুলে ভরা এক বসন্তমন মাতাল করা এক বসন্তনবীন রঙে রাঙা এক বসন্ত।
আমি একটা বসন্ত দেখতে চাইসেথায় নীরব যন্ত্রণা মুছে যাকঅশ্রুধারা হাসিতে মিলাক…

 


কবিতা - অন্য বসন্ত

কলমে - মৌমিতা ভট্টাচার্য্য

তারিখ - 16.12.2020


আমি একটা বসন্ত দেখতে চাই

পলাশ শিমুলে ভরা এক বসন্ত

মন মাতাল করা এক বসন্ত

নবীন রঙে রাঙা এক বসন্ত।


আমি একটা বসন্ত দেখতে চাই

সেথায় নীরব যন্ত্রণা মুছে যাক

অশ্রুধারা হাসিতে মিলাক

হৃদয়ের শীতলতা নিমেষে হারাক।


আমি একটা বসন্ত দেখতে চাই

অতীতের স্মৃতিকথা ভুলে

বয়ে চলা সময়ের তলে

নবচেতনের দিগন্তের কালে।


আমি একটা বসন্ত দেখতে চাই

যেথায় দুঃখ - বিষাদ হরা

নবীন প্রাণের স্বপনে গড়া

স্নেহ মধুময় প্রেমে ভরা।


আমি একটা বসন্ত দেখতে চাই

হয়তো স্বপ্ন, হয়তো বৃথা আশা

খুঁজে নিই মনের ঘরে একলা বাসা

ছলনায় মিশে থাকা মিছে ভালোবাসা।


আমি পথ ভুলে আবারও হারাতে চাই, 

আমি জোছনা স্নানে নিঃশেষ হতে চাই,

মনের গভীরে চেনা তোমাকে ছুঁতে চাই,

আমি আরও একটা বসন্ত দেখতে চাই।