Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মনে পড়ে
মাইল স্টোনের মান আজবেড়েছে প্রতি মূহুর্তে,সময়ের কাঁটা উড়ে চলেছে,ঠিক যেন কাটা ঘুড়ি।আড্ডার আসরেও কেমন একলা আমি,মনে জাগে তার রঙ্গতা;ঘোর ভাঙায় বাস্তবের নিঃসঙ্গতা।নিজের সাথে নিজে আমি প্রতিদ্বন্দ্বী প্রতিদিন,জীতে দুঃখ আর হারের আন…

 


মনে পড়ে


মাইল স্টোনের মান আজ

বেড়েছে প্রতি মূহুর্তে,

সময়ের কাঁটা উড়ে চলেছে,

ঠিক যেন কাটা ঘুড়ি।

আড্ডার আসরেও কেমন 

একলা আমি,

মনে জাগে তার রঙ্গতা;

ঘোর ভাঙায় বাস্তবের নিঃসঙ্গতা।

নিজের সাথে নিজে আমি 

প্রতিদ্বন্দ্বী প্রতিদিন,

জীতে দুঃখ আর হারের আনন্দে

 জীবন হয়েছে রঙিন।

অনেক দুরে এসে আজও মনে পড়ে তার গাওয়া সেই গান,

 দুষ্টুমিতে ভরা ঐ চোখ,

আবদারে ভরা কথা,

পাসে বসে কাঁধে দেওয়া সেই মাথা।

কিন্তু দুরত্ব যে আজ মহাদেশের,

তাই সে আজ জীবনের অসম্পূর্ণ গল্প কথা।। 


পুলক চক্রবর্তী