Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনামঃ বোধোদয়কলমেঃ পত্রলেখা ঘোষতারিখ-২৯/১২/২০২০পাগলী বুড়ি নোংরা ঘাঁটে     পুকুর ডোবার পাঁকে,তাই না দেখে ছোট্ট খোকন    ডেকে আনে মা'কে।মায়ে সে কয় নোংরা অতি     জানো মা ঐ বুড়ি-রুক্ষ চুলে তেল দেয় নাকো     হয়তো বা দিন…

 


শিরোনামঃ বোধোদয়

কলমেঃ পত্রলেখা ঘোষ

তারিখ-২৯/১২/২০২০

পাগলী বুড়ি নোংরা ঘাঁটে

     পুকুর ডোবার পাঁকে,

তাই না দেখে ছোট্ট খোকন

    ডেকে আনে মা'কে।

মায়ে সে কয় নোংরা অতি

     জানো মা ঐ বুড়ি-

রুক্ষ চুলে তেল দেয় নাকো

     হয়তো বা দিন কুড়ি।

মা শুনে কন জীবন অতি

    কঠিন জেনো খোকা,

পেটের দায়ে পদ্ম তোলেন

   নয়কো তিনি বোকা।

পদ্ম নিয়ে বাজারে তে

    বেচতে যে যান তিনি-

পেটের দায়ে একাজ করেন

    আমরা গিয়ে কিনি।

বর্ষা রাতে স্বামী যে তার

     মরলো বজ্রাঘাতে,

তখন থেকে এ কাজ করেন

     ভাত জোটাতে পাতে।

ছেলেটি তার মানুষ তো নয়

      দেখে না কো মাকে-

বাধ্য হয়ে নোংরা হাঁটেন

      নামেন তিনি পাঁকে।

পরম সুখে থাকো তুমি

    লোকের দুঃখ বোঝো?

এমন মানুষ প্রচুর দেখবে

    যদি তুমি খোঁজো।

খোকা বলে একটা শাড়ি

    দেবে তুমি তাকে?

সঙ্গে আরো কিছু খাবার

   দেবো বৃদ্ধা মাকে।

এবার থেকে খাবার মাগো

    করবো না কো নষ্ট-

খাবার তরে কত কষ্ট

    দেখলাম আজ স্পষ্ট।


শিশুতোষ কবিতা