Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সেরা কলম সন্মাননা।বিভাগ - গদ্য কবিতাশিরোনাম - শ্রদ্ধার্ঘ্য।কবি - অরিজিতা ঘোষ।তারিখ - ২৬.০১.২০২১.
স্বাধীনতা-অগনিত রক্তাক্ত লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ বশ্যতা থেকে মুক্তি।সে এক স্মরণীয় দিন,যার জন্য আজ আমরা ভারতবাসী।।আমি নই নেতা,…

 


দৈনিক সেরা কলম সন্মাননা।

বিভাগ - গদ্য কবিতা

শিরোনাম - শ্রদ্ধার্ঘ্য।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ - ২৬.০১.২০২১.


স্বাধীনতা-অগনিত রক্তাক্ত লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ বশ্যতা থেকে মুক্তি।

সে এক স্মরণীয় দিন,যার জন্য আজ আমরা ভারতবাসী।।

আমি নই নেতা,নই স্বাধীনতা সংগ্রামী,

শুধুই একজন দেশবাসী,যার চোখে আসে জল,গর্বে ভরে বুক।

যখন চোখের সামনে দেখি তিরঙ্গার পতাকা,শুনি দেশের সেই গান।।

সে এক অদ্ভুত টান,যার টানে অজান্তেই হাত ওঠে কপালে।

স্যালুট করে মাথা নিচু করতে ইচ্ছা করে সেই সব প্রনম্য মানুষের চরণে।

যাদের কথায় আজও রক্ত হয় গরম।।

ইচ্ছা করে ফিরে যাই সেই সময়ে যে সময়ে ছিল তাদের হাতের স্পর্শ।

নিজেকে সোপে দি তাদেরই হাতে,নিযুক্ত হই স্বাধীনতার সশস্ত্র লড়াইয়ে।।

কিন্তু সময় দেয়নি সুযোগ, স্বাধীনতা সংগ্রামে যোগ দেবার আশা থেকেছে মনের অন্তরেই।

তবে এই স্বাধীনতা কি সত্যিই স্বাধীণতা,নাকি মানুষের ভাবনাকে নিয়ে খেলা।।

যাদের রক্তের বিনিময়ে দেশ পেলো স্বাধীনতার শ্বাদ,আজ তারাই বিস্মৃত।

তাদের নাম আজ ফাইল বন্দী,বছরের একটা দিনে ধুলে ঝেড়ে তাদের গলায় ওঠে মালা।।

আজ আমরা এতই আধুনিক যে,নতুন প্রজন্ম জানে না কাদের রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা।

তাদের কাছে দিনগুলি শুধুই একটি ছুটির দিন,নেই কোনো গুরুত্ব,নেই কোনো শ্রদ্ধার্ঘ্য।

শুধু আছে কিছু বাধ্যতা,যা জোর করেই তারা করে পালন,নেই কোনো অন্তরের ভক্তি।।

এই কি ছিল কাম্য ? এই কি ছিল বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ ?

নেই কোনো উত্তর, শুধু আছে কিছু সংখ্যক মানুষের অন্তরের অনুভূতি।।

--------------*-------------