কবিতাঃ চরণ সঞ্জয় কীর্ত্তনীয়া তাং ২৫/০১/২১ ইং ***********************চরণ দুটি বুঝতে নাহি পারেপ্রতি কদমে মৃত্যু দূত আছেতবওু ছুটে চলা বাঁচার সপ্নেকোন কদমেে মৃত্যু নিশ্চিত খোঁজার সময় নেই সংসারেসংসার সমুদ্রে ডুবে যে জনমরে না …
কবিতাঃ চরণ
সঞ্জয় কীর্ত্তনীয়া
তাং ২৫/০১/২১ ইং
***********************
চরণ দুটি বুঝতে নাহি পারে
প্রতি কদমে মৃত্যু দূত আছে
তবওু ছুটে চলা বাঁচার সপ্নে
কোন কদমেে মৃত্যু নিশ্চিত
খোঁজার সময় নেই সংসারে
সংসার সমুদ্রে ডুবে যে জন
মরে না সে বাঁচে কর্ম সাধনে।
বিরামহীন ধাবমান মহাকাল
ক্ষণকাল ব্যাক্তির সাপেক্ষে
মহাকাল হরণ করে প্রতিক্ষণ
ক্ষণকালের গর্ব দম্ম চুর্ণ করে
তবু্ও বাঁচার স্বপ্ন জাগে মনে
সংসারের বোঝা আছে কাঁধে
ব্যর্থ হতে চাইনা সংসার ধর্মে।
মৃত্যু ক্ষণ নিশ্চিত জানা সত্বে
মহান যোদ্ধা কুন্তীর পুত্র কর্ণ
নিশ্চুপ বসে থাকেনি কুরুযুদ্ধে
তাই তিনি মহান যোদ্ধা সমরে
মরণ তারণ যা কিছুই আসুক
নির্ভীক কর্মোদ্যম আমি প্রাণে
চরণ দুটি চলে তাই সুখ চয়নে।