Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - গদ্য কবিতা শিরোনাম - এ সেই নারীকলমে - অরুণ চাকমা তারিখ - ১৬/০১/২০২১ইং 
# এ সেই নারী #
এ সেই নারী যিনি জন্মদাত্রী মা যার জঠরে তোমার আমার জন্মযে দশ মাস দশদিন স্বযতনে করেছে পালনবয়ে বেড়িয়েছে এদিক থেকে ওদিক।
এ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - গদ্য কবিতা 

শিরোনাম - এ সেই নারী

কলমে - অরুণ চাকমা 

তারিখ - ১৬/০১/২০২১ইং 


# এ সেই নারী #


এ সেই নারী 

যিনি জন্মদাত্রী মা 

যার জঠরে তোমার আমার জন্ম

যে দশ মাস দশদিন স্বযতনে করেছে পালন

বয়ে বেড়িয়েছে এদিক থেকে ওদিক।


এই সেই বুক আর স্তন 

যা খেয়ে বেড়েছে জীবন

বেড়েছে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি

দিয়েছে জীবনের চলার শক্তি।


আমরা ভুলে যাই অতীত 

বিকৃত মানবিকতার করাল গ্রাসে

মাতৃ জাতি হয় ভোগ্যবস্তু,

জীবন রক্ষাকারি সেই স্তন 

তা আজ শুধু এক মাংস পিণ্ড। 


হায় রে মানুষ জীবকুলের শ্রেষ্ঠ 

ধিক! শত ধিক! নির্লজ্জ কার্যকলাপ

বন্য জন্তু জানোয়ারও হার মানে 

তবুও সমাজে বুক ফুলিয়ে চলি। 


জন্মদাতা পিতা সে তো বংশ রক্ষার কারন

জীবনদাত্রী মাতাও নারী তবে তুচ্ছ কেন অকারণ?

@Copyright -অরুণ চাকমা 

                    (16/01/2021)