সাধারনী (কবিতা) কলমে: সুভাষচন্দ্র ঘোষ তাং:13/01/2021
আমি এক নগণ্য অতি সাধারণ নারী দেখতে নইকো তেমন ডানাকাটা পরী। আমি করতে শিখেছি সংসারের সব কাজ নিজের কাজ করতে নাই মোটেই…
সাধারনী (কবিতা)
কলমে: সুভাষচন্দ্র ঘোষ
তাং:13/01/2021
আমি এক নগণ্য অতি সাধারণ নারী
দেখতে নইকো তেমন ডানাকাটা পরী।
আমি করতে শিখেছি সংসারের সব কাজ
নিজের কাজ করতে নাই মোটেই লাজ।
খেলাধুলা পড়াশোনায় নই অতি জঘন্য
পরীক্ষা ফলে যদিও নই আহামরি অনন্য ।
আমি এখন এক সাম্মানিক স্নাতক সচল
বিয়ের বাজারে তবুও নাকি আমি অচল।
সবাই বলে ফর্সা নই আমি মাজা কালো
আর আমার সব কিছুই তো লাগে ভালো।
বাবার নাইকো সম্বল বেশি টাকাকড়ি
সিন্দুক ভর্তি গয়নাতে সোনা ভরি ভরি ।
মা বলে আমি নাকি দূঃখী ভীষণ অপয়া
আমায় দেখে হয়না তাই পাত্রপক্ষের দয়া।
আমার বয়স বাড়ছে দেখে সবাই ত্রস্ত
বাড়ী শুদ্ধ লোক আমায় তাড়াতে ব্যস্ত।
জন্ম থেকেই দেখছি সংসারের অসাম্য
সমাজ নারীকে আজওদেয়নি তো সাম্য।
ছোট থেকেই আমার নেইকো কোন বাড়ী
আমি যে দূর্বলা অভাগা শুধুই এক নারী।
************