Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টিসাহিত্য যাপনকবিতা #নাম হিয়ার মাঝে লুকিয়েছিলে#মৌসুমী মুখার্জী
আকাশে আজ অষ্টমীর চাঁদ,তোমার মুখের প্রতিচ্ছবি ভাসেবাতায়ন পাশে বিনিদ্র আমার রাত, নয়ন আজ শুধুই জলে ভাসে।
,নব যৌবনের  ভীত সন্ত্রস্ত প্রেম,যখন ভীষণ ভাবে জেগেছিল মনে,আকু…

 


#সৃষ্টিসাহিত্য যাপন

কবিতা 

#নাম হিয়ার মাঝে লুকিয়েছিলে

#মৌসুমী মুখার্জী


আকাশে আজ অষ্টমীর চাঁদ,

তোমার মুখের প্রতিচ্ছবি ভাসে

বাতায়ন পাশে বিনিদ্র আমার রাত, 

নয়ন আজ শুধুই জলে ভাসে।


,নব যৌবনের  ভীত সন্ত্রস্ত প্রেম,

যখন ভীষণ ভাবে জেগেছিল মনে,

আকুলস্বরে বলিনি আমি তোমায়,

রেখেছিলাম মনের সংগোপনে।


তুমি যদি একটু সজাগ হতে,,

বুঝতে আমার মনের ইশারা....

তুমি ছিলে অন্য মনের মানুষ

তাই তো আমি পেলাম না গো সাড়া।

হলো না পথ এক সাথে আর চলা,

ঘন যামিনীর মাঝে আমার না হলো কথা বলা।


ইমন ,বেহাগ, বাজে না গো আর

সেতারের ছিন্ন হলো তার,

পেলাম কেমন সুর পোড়া গন্ধ

বেসুরো সব আমার গানের  তাল

কেটে গেল সকল সুরের ছন্দ।


নতুন ঘর    নতুন সংসার,

তুমি তখন ছিলে অন্তরালে,

অনেক যাতনায় ভুলতে চেয়েছি তোমায়

ভুলতে হয়েছে সংসারের বেড়াজালে।


আজ তুমিও সংসারী আমিও সংসারী,

থাকো তুমি আমার অন্তরেতে

অন্তরালের কুয়াশার চাদর সরিয়ে,

আবার এলে মনের আঙিনাতে ।


ভাবি নি কখনো দেখবো আবার তোমায়,

জ্বলছে যখন জীবন শেষের বাতি,

অন্তরালেই থাকো হৃদয় নাথ,

জীবনে এখন অস্তাচলের রাতি।