সৃষ্টি সাহিত্য যাপননেতাজীকে শ্রদ্ধা জানিয়েগদ্য কবিতাকবিতার শিরোনাম --- চলো শান্তির খোঁজেকলমে --- শুক্লা সরকারতারিখ --- ২৩/০১/২০২১**********************চলো, লেটস গো, অনেক - অনেক দূর -যেতে হবে, দিনের শেষে -আশাহত - বিবেকে টান পরলেই…
সৃষ্টি সাহিত্য যাপন
নেতাজীকে শ্রদ্ধা জানিয়ে
গদ্য কবিতা
কবিতার শিরোনাম --- চলো শান্তির খোঁজে
কলমে --- শুক্লা সরকার
তারিখ --- ২৩/০১/২০২১
**********************
চলো, লেটস গো, অনেক - অনেক দূর -
যেতে হবে, দিনের শেষে -
আশাহত - বিবেকে টান পরলেই চরৈবেতি । তোমার পরিশ্রমী পা যখন -
থামতে চাইবে,
তবুও তুমি পথ চলতে চলতে -
বলতে পারবে, প্রভু পথ দেখাও!
স্বপ্নের সন্ধানে যেটুকু পথ হেঁটেছি,
তার থেকেও বেশী পথ -
চলতে শক্তি দিও প্রভু ।
পিছুটানে কোনোদিন ফিরতে ইচ্ছা করলেও,
তুমি ঘরছাড়া মানুষদের -
ঘরের লোভ দেখিও না ।
অজানা পথে কি আছে জানতে -
কতটা পথ হাঁটা যায়-
কতটা পথ হেঁটে গেলে, কতটা শান্তি -
পাওয়া যায় - জানতে আসছি, প্রভু ?
'অজানাকে জানা' আর 'জানার জন্য পৌঁছানো' -
দুটোর ব্যবধানে, তুমি পৌঁছে দিও ।
রোদ্দুর, বৃষ্টি, ঝড়ের দাপট, কতটা -
কতটা পেলে, নিরাপত্তা খুঁজে পাওয়া যায় !
সুখের সন্ধানে, আলোর ঠিকানা খুঁজতে -
খুঁজতে - পায়ে হাঁটতে হাঁটতেই -
ফুলের হাসি ছড়িয়ে দেবো,
ঘরে - ঘরে শঙ্খধ্বনি - সন্ধ্যা বেজে উঠবে,
নীলকন্ঠ - পাখির খোঁজে বেরিয়ে -
কেউ কোনোদিন ফিরে এসেছে ?
আভূমি প্রণাম জানাই তোমায় ।
হৃদস্পন্দন এখনো থামেনি বোধহয় ।
চলো - লেটসগো, শান্তির খোঁজে, চরৈবেতি ।।
( শুক্লা সরকার )
******************