Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
 দুটি কবিতা নেতাজি------(১)নেতাজি-----নেতাজী এক স্বপ্নের নাম -----মমতা দাস (ভট্টাচার্য)নেতাজী এক বিস্মৃত স্বপ্নের নামতোমাকে মনে রাখিনিতোমার জাতিগত অহংকার,প্রতিবাদ,বিদ্রোহ কাহিনীসব-ই ভুলেছি, তুমি শুধু ছবি আজএকদ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


 দুটি কবিতা নেতাজি------

(১)

নেতাজি-----

নেতাজী এক স্বপ্নের নাম -----

মমতা দাস (ভট্টাচার্য)

নেতাজী এক বিস্মৃত স্বপ্নের নাম

তোমাকে মনে রাখিনি

তোমার জাতিগত অহংকার,

প্রতিবাদ,বিদ্রোহ কাহিনী

সব-ই ভুলেছি, তুমি শুধু ছবি আজ

একদিন মনে করে উতসব করি,

পরদিন বিস্মৃত তেমনি !

আত্মবিস্মৃত জাতি আমরা বাঙালী

এখন উঞ্ছবৃত্তি, জাগতিক সুখ

তুমি এক বিস্মৃত স্বপ্নের মুখ

এককালে ঘরে ঘরে ছবি হয়ে ছিলে

আজ কি কোথাও আছ,

আমাদের মনে, এ বিশ্ব-নিখিলে !

বর্ষগত অনুষ্ঠা্‌ন, প্রভাতফেরীর গান

এটুকুই দিতে পারি আজ

তোমার জয়গানে আনি শহিদের মান

তারপর,পুনরায় সরীসৃপের শীতঘুম

বিস্মৃতির নির্মম অভিযান,

বিস্মৃত তুমি, বীর বাঙালী এক

তোমারে প্রণাম !

কলকাতা

আজ ২৩ শে, জানুয়ারী

২০২১

(২)

অকৃতজ্ঞ  পৃথিবীতে একদিন হেলায় স্মরণ

অনিচ্ছায়  স্মরণ পালন

প্রাণহারা নিয়মের অতি অভিনয়

বাস্তবে  মহা  বিস্মরণ !

'চল দিল্লি' ডাক দিলে,এক ফোঁটা রক্তের কামনা ,

মাতৃমন্ত্রে  দীক্ষিত প্রাণ

স্বাধীনতা,নিহিত বাসনা ।

প্রতিটি 'কদম' দৃঢ় প্রতিজ্ঞাঘন,

চাই পূর্ণ স্বাধীনতা,

দেখি এখন-ও অধরা সেটা ।

অসফল তুমি, জয়ী হল মতলবী রাজনীতি

আমরা-ও ভুলেছি তোমায়,

দেশ কেটে দু-টুকরো ,স্বাধীনতা আজো কেঁদে যায় !

জানি আর পাবে না দেশ এমন সন্তান

বিকিয়েছি  ক্ষমতায়, মান-সম্মান

একবার ফিরে এসো,কঠিন কঠোর

মাতৃমুক্তি সাধনাই হোক

কেটে যাক ধোঁয়াশা-কুহেলী,ঘুচে যাক মোহ নির্মোক !

কলকাতা ,

২৩শে জানুয়ারী ২০১৬