Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
#ফুল ফোটেনি বসন্ত আসেনি
ডা.শামস রহমান ৫ মাঘ'১৪২৭;১৯/০১/২১
একটা সময় ছিল বয়সটা মনে হতো,আমের মুকুল ফুলকলিফুল ফুটতে না ফুটতে কখন বসন্ত চলে গেল মনে হলো ভুলগুলি!সেদিনের বিকেলটা ভরা ছিল রোদ্দুর,রাত্রিটা ভিজে জ‍্যোৎস…

 


সৃষ্টি সাহিত্য যাপন


#ফুল ফোটেনি বসন্ত আসেনি


ডা.শামস রহমান 

৫ মাঘ'১৪২৭;১৯/০১/২১


একটা সময় ছিল বয়সটা মনে হতো,আমের মুকুল ফুলকলি

ফুল ফুটতে না ফুটতে কখন বসন্ত চলে গেল মনে হলো ভুলগুলি!

সেদিনের বিকেলটা ভরা ছিল রোদ্দুর,রাত্রিটা ভিজে জ‍্যোৎস্নায়

সকাল রাত্রি কত স্বপ্ন বুনে যেত,ভরা ছিল মন কল্পনায়!

কোথায় খুঁজি নুপূরের ছন্দ সখী,ভালো লাগার তুলিতে আঁকা

যতকিছু পায় মন,পেয়েও হারায় সবকিছু তো যায় না ফিরে দেখা!


আড়চোখে চাওয়া মন কেড়ে নেওয়া,তখন তো ছিলে পাশে 

ভাগ‍্যে এমন আছে কি লেখা,সৌভাগ্যের বরপুত্র হব অবশেষে।

কেন সে মিছে লাজে,পায়ে নুপূর বাজে,দেখেছে অধরে সুখস্বপ্ন

কিছু তার ছোঁয়া স্নিগ্ধ শিশিরের ধোয়া,ভাবনায় বিভোর মগ্ন।

ছন্দ তুলে এলে সেদিন সকালে,ছিল অনুরাগে প্রহর অপেক্ষার

গোধূলি কেটে গেল রাত্রি বলেছিল,সমাপন কর সে প্রতীক্ষার!


তুমি কাছে বলে যত সুর ছিল,আশেপাশে ছায়া হয়ে

কোথাও সে নেই স্মৃতিতে অধীর,আত্মরতিমদির মরুভূমি হৃদয়ে?

যে স্বপ্নে ছিল সেদিনের মগ্নতা,রাত্রি অমাবস‍্যায় চারিদিক ঢাকে

অদ্ভুত আঁধার খুঁজে পায়নি সে,নিশ্চিত রূপরেখা আলোকে।

যেটুকু প্রেম দিলে সে মন নিয়ে খেলে,মালা তো দাওনি পরিয়ে

যে আশার মাঝে ভরসা ভালোবাসা ছিল,সে পথ থেকে গেলে হারিয়ে!


#কবিস্বত্ব_সংরক্ষিত।