Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা র শিরোনাম-সেই দোলনাটাকলমে✒-পাপাই দাস__________________তারিখ-১৯/১/২১রাত যায় বেড়ে ঘুমহীন দুটির চোখের আর্তনাদ ততটাই যায় বেড়ে, লাঞ্ছিত মন আজ পড়ে আছে তোমার রেখে যাওয়া স্বপ্নকে ঘিরে। বারান্দায় সেই পুরনো দোলনাটা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা র শিরোনাম-সেই দোলনাটা

কলমে✒-পাপাই দাস

__________________তারিখ-১৯/১/২১

রাত যায় বেড়ে ঘুমহীন দুটির চোখের 

আর্তনাদ ততটাই যায় বেড়ে, লাঞ্ছিত 

মন আজ পড়ে আছে তোমার রেখে 

যাওয়া স্বপ্নকে ঘিরে। 

বারান্দায় সেই পুরনো দোলনাটার

দিকে আজও তাকিয়ে থাকি প্রাণ ভরে, 

কতই না সুখস্মৃতি বয়ে যায় দীপ্ত মনে, 

স্বপ্নের দেয়ালে এঁকে যাই আজও তোমারই

ছবি। 

দুটি চোখের পাতায় ঝড়ে যায় ক্রমাগত 

অশ্রু, মনের ভিতর নানান প্রশ্ন উঁকি দিয়ে

যায়, এলোমেলো ভাবনায়,সত্যি কি তুমি

কখনো ছিলে আমার সঙ্গে? 

না পুরোটাই মিথ্যে কোন স্বপ্ন সাজানো

মনের আস্ফালন! 

রাত যতই বেড়ে যায় মনের হাহাকারে ইশারা

ততটাই যেন তীব্র হয়ে আসে, সেই দোলনার

দিকে তাকিয়ে থাকা দুটি  চোখ  ঝাপসা হয়ে

আসে, সময়ের ছলনা কিংবা নিয়তির পরাজয়ে। 

প্রতিটি রাত কেটে যায় নিঃসঙ্গতায় মনের 

আড়ালে জমে থাকা তোমার স্মৃতি গুলো

 ক্রমাগত ক্ষতবিক্ষত করে যায় মনে তোমার

কারণে! 

পড়ে থাকা সেই দোলনাটা যেন শত 

নিঃসঙ্গতায় রয়ে গেছে বলতে চায় আমায়! 

একটা সময় কতই না স্বপ্ন বুনতাম আমি আর

তুমি এই দোলনায় বসে! 

আজ সব স্বপ্ন যেন শূন্যতায় পরিণত। 

আজও দিন কেটে যায় সেই দোলনার দিকে 

তাকিয়ে, সময়ের পেক্ষাপট যেন চিরতরে সব

সুখ নিয়েছে কেড়ে। 

তবু ও স্বপ্ন গুলো মনের অজান্তেই মনে বাসা

বেধে যায়, যদি ফিরে আসো দোলনার টানে

শত স্বপ্নগুলো যদি ছুঁয়ে যায় তোমাকে বাস্তবতার

স্পর্শে; 

সেই দিনের অপেক্ষায় আজও পড়ে থাকে মন

যদি ফিরে আসো  তুমি! 

  

    -পাপাই     ১৯/১/২০২১