Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি_সাহিত্য_যাপনবিষয়_কবিতাশিরোনাম : আর একটা সুভাষ কেন হয়নাকলমে: সোমনাথ চ‍্যাটার্জী২৩/০১/২০২১-----------------------------------------নেই নেই করে অনেক দিন তো চলে গেলপূব দিকে তাকিয়ে তাকিয়েআমিও যে আজ শ্রান্ত।এলগিন রোডের বাড়িতেআজও…

 


সৃষ্টি_সাহিত্য_যাপন

বিষয়_কবিতা

শিরোনাম : আর একটা সুভাষ কেন হয়না

কলমে: সোমনাথ চ‍্যাটার্জী

২৩/০১/২০২১

-----------------------------------------

নেই নেই করে অনেক দিন তো চলে গেল

পূব দিকে তাকিয়ে তাকিয়ে

আমিও যে আজ শ্রান্ত।

এলগিন রোডের বাড়িতে

আজও সাক্ষী হয় অপেক্ষারত

সেই বৃদ্ধ গাড়িটি যেন বলে চলেছে -

"এইতো, এই পিছনের সিটেইতো

বসেছিলেন, ভারতের সর্বকালের নায়ক।

সারা পৃথিবীর যত কোন,

গ্রাম, শহর, পাহাড়, পর্বত,

বরফ ঢাকা প্রান্তর,

আপামর ভারতবাসী ডেকে বেড়িয়েছে

সুভাষ .....সুভাষ...

নাঃ, নিঃশব্দ প্রতিধ্বনি

ফিরিয়ে দিয়েছে একরাশ শূন্যতা। 


তুমিই তো প্রথম দিয়েছিলে

এক ধারনা - স্বাধীনতার।

সেইযে, পোর্ট ব্লেয়ারের জিমখানা মাঠে,

ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেওয়া

ভারতীয় ভূখন্ডে,

তোমার ওই হাতেইতো

আজাদ হিন্দুস্থানের প্রথম পতাকা

আকাশ ছুঁয়ে যেন ঘোষণা করেছিল -

আমি আসছি ভারতবাসী -

তোমাদের মুক্ত করতে।


ময়রাঙের সেই স্মৃতি সৌধটা 

আজও জ্বলজ্বল করে

ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

ভারতভূমিতে প্রথম স্বাধীনতার ত্রিরঙ্গা

জয়হিন্দ ধ্বনিতে মুখর,

সে তরঙ্গ তো আজও ভেসে বেড়ায়,

খুঁজে বেড়ায় তার সুভাষকে।


আজ,একশ তিরিশ কোটির ভারতবর্ষে 

আর একটাও সুভাষ জন্মালনা,

ভবিষ্যৎ প্রজন্ম যখন প্রশ্ন করবে,

কি উত্তর দেব তার -

তাদের কি মহাফেজখানায় বন্দী

ধুলোয় ঢাকা গোপন নথির

স্তুপাকার ফাইল দেখিয়ে বলবো -

হে উত্তরসরীর দল

খুঁজে নাও তোমার উত্তর -

আর কান পেতে শোনো ,

এক এবং অদ্বিতীয় সর্বাধিনায়কের

পদধ্বনি...এক বীর দেশপ্রেমিকের

পদধ্বনি.....কদম কদম বাড়ায়ে যা

কদম কদম বাড়ায়ে যা ....


©সোমনাথ চ‍্যাটার্জী

কলকাতা