Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

১২৫ তম জন্মদিবসে শ্রদ্ধায় স্মরণে নেতাজী সুভাষ চন্দ্র বোসু ....
** নেতাজী **========== ২৩/০১/২০২১                             মহেন্দ্র মুর্মু
"তোমারা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো " 
শুধুমাত্র একটি উক্তি নয়, যখন…

 


১২৫ তম জন্মদিবসে শ্রদ্ধায় স্মরণে নেতাজী সুভাষ চন্দ্র বোসু ....


** নেতাজী **

========== ২৩/০১/২০২১

                             মহেন্দ্র মুর্মু


"তোমারা আমাকে রক্ত দাও 

আমি তোমাদের স্বাধীনতা দেবো " 


শুধুমাত্র একটি উক্তি নয়, যখনই যেখানেই শুনি 

দৃপ্ত কন্ঠে ঘোষণা আজও কান পেতে থাকি 

শুনতে চেয়ে ,, আজাদী ....!


প্রতিবাদী ইচ্ছে গুলো মাথার ভেতর দপ করে 

জ্বলে উঠেই আবার নিভে যায় স্বপ্ন পুড়ে ছাই,

স্বাধীনতা নামক প্রহসনের অতল গভীরে 

কোথায় হারিয়ে!


আগুন আজও জ্বালিয়ে রেখেছে শোষিতের বুকে !


নেতাজী! যে নাম এক ডাকে সবাই চেনে 

বোঝে ভারতীয় রাজনীতির আঙিনায় 

সমাজবোধে সেই নাম কোনদিন হবে না ম্লান,

নেতাজীর নামে মানুষ বোঝে দৃঢ়তা, 

বোঝে স্বাধীনতা, বোঝে শক্তি, 

নেতাজী মানে শানিত চেতনা, বোঝে শাসকের হাত থেকে শোষণের মুক্তি ....


নেতাজী মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা

নেতাজী মানে অধিনায়ক একটা গোটা জাতির লড়াইয়ের অনুপ্রেরণা,

নেতাজী, নেতাজী মানে দেশপ্রেম .....


"নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবতার প্রতি কেউ অসত্য হতে পারে না "


মিথ্যে নয় যে, হে মহামানব তোমার এই উক্তি ....


তুমিই সেই নক্ষত্র,

যে স্থান কাল ঘুরে ঘুরে অন্তরালে থেকে আজও আকাশের বুকেই জ্বলজ্বল করে তাপ বিকিরণ করে চলেছে প্রতিবাদ যেনো ভাষা না হারায়, প্রতিবাদীদের কাছে আদর্শের মূর্তপ্রতিক 

আজও তুমি ,, 


সংগ্রমী ইতিহাসে যার আদর্শের কখনও মৃত্যু হয়নি !!


=====

মোহন