Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শাসিত সমাজের মন✍️স্বপ্না দাস29/1/21
ইচ্ছে গুলো কে উড়িয়ে দিলাম ওই নীল আকাশের দিকে,,উড়ছে তারা মনের সুখে রং বেরঙের কতো স্বপ্ন দেখে।দুঃখ গুলো বন্দী খাঁচার রয়েছে তারা সংগোপনে,নিস্তব্ধতায় বায়না ধরে,ভীষন জ্বালায় প্রতিক্ষনে ক্ষনে।শ…

 


শাসিত সমাজের মন

✍️স্বপ্না দাস

29/1/21


ইচ্ছে গুলো কে উড়িয়ে দিলাম ওই নীল আকাশের দিকে,,

উড়ছে তারা মনের সুখে রং বেরঙের কতো স্বপ্ন দেখে।

দুঃখ গুলো বন্দী খাঁচার রয়েছে তারা সংগোপনে,

নিস্তব্ধতায় বায়না ধরে,ভীষন জ্বালায় প্রতিক্ষনে ক্ষনে।

শাসিত সমাজে প্রচলিত নিয়মের বাইরে মুক্ত করেই,,

মনের কার্নিশে থাক, মায়া মমতা জড়িয়ে তৃপ্তির হাসিতেই।


ভাবনা গুলো কে ভাসিয়ে দিলাম ওই মাঝ নদীতে গিয়ে,

অথৈ জলে কাটছে সাঁতার হাপুস উফুস চুবনি খেয়ে।

স্মৃতি গুলো কে জড়ো করে রেখেছি ভরে সব সিন্দুকে,

উপহাসের দীর্ঘশ্বাস ফেলে কতো কথা বলে তারা নিজেকে।

শাসিত সমাজে প্রচলিত নিয়মের খাতায় সব হিসেব রেখে,

সুদর্শনা ভাবে হৃদয় মাঝারে রয় স্বস্তির নিঃশ্বাসের পরখে।


আস্থা গুলো কে দিয়েছি কবর ওই মাঠের শেষ প্রান্তে,

নিজের মতোই রয়েছে তারা কাউকে দেয়নি জানতে।

কাছে দূরে, সামনে পিছনে নেই কোনো ব্যাকুলতায়,

ধারাবাহিক ভাবে হয়তো চিৎকার করে তীব্র ব্যাথায়। 

শাসিত সমাজে প্রচলিত নিয়মের বাইরেই মন অবিচলিত,

সচ্ছ আবরণেই মুক্তোর মতো থাকুক মনে অগনিত।


মন টা কে কয়েদির পোশাকে ভরে দিয়েছি ওই কারাগারে,

মুখের গজ ভরে বেতের প্রচন্ড আঘাতে দিচ্ছি রক্ত ঝড়িয়ে।

অন্তরের অন্তঃস্থলে কামড়ে ধরে মস্তিষ্কের নীরব চিৎকার,

অগণিত রাত জেগে শিরায় শিরায় চলছে কয়েদির বিচার।

শাসিত সমাজে প্রচলিত নিয়মেই বিচলিত মনের শাস্তি,

সংযমী ইন্দ্রিয়ে সুখের সন্ধানে আনতেই হবে সুখের শান্তি।