Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
#কুটুম্বিতা 
#সায়ন্তিকা 
শাপলা ফুলের সাথে কুটুম্বিতা পাতিয়েছি ,
গাঢ় শীতে তোমার গালে খসখসে ত্বকে পড়েছে ডার্ক চকোলেটের ছাপ ,
শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে যখন অপেক্ষা করবো আমরা ,তখন একটা বইয়ের পাতায় চোখ রাখবে বনময়ূর !
আর…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


#কুটুম্বিতা 


#সায়ন্তিকা 


শাপলা ফুলের সাথে কুটুম্বিতা পাতিয়েছি ,


গাঢ় শীতে তোমার গালে খসখসে ত্বকে পড়েছে ডার্ক চকোলেটের ছাপ ,


শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে যখন অপেক্ষা করবো আমরা ,

তখন একটা বইয়ের পাতায় চোখ রাখবে বনময়ূর !


আরেকটু বেশি আদিম হলে ক্ষতি কি ?

বলবে তোমার চোখের পালক !


আমার হাতের তালুতে রেখেছি আমি কয়েকটা শিউলি ফুল ,

তুমি জড়োয়া পড়ে থাকা রাস্তা থেকে কুড়িয়ে নেবে কয়েকটা ঢেউ !


তোমার কঠিন শরীরে আমি বিছিয়ে দেবো শীতলপাটি ,

আমার বুকের অলকানন্দা তোমার বুকের কাঞ্চঞ্জঙ্ঘা দিয়ে বয়ে চলবে ۔۔۔


তুমি যেন আজ সবুজ একটা পদ্ম۔পাতা !


জুবুথুবু কলকাতায় খুব জোড়ে মাইক বাজবে ۔۔۔

কলেজ স্ট্রিট হয়ে ময়দানে চত্বর ۔۔


তিলোত্তমা জুড়ে থাকবে শুধু তুমি তুমি প্রেম !


একে তুমি ভালোবাসা বলবে না !


লেপওয়ালারা রোজ দুপুর হলেই হাঁক দেবে ۔۔۔


তুমি চিৎকার করে বলে উঠবে ۔۔۔۔

এভাবে যেতে নেই !"


তুমি যেন আজ নন্দন সভাগৃহের দু নম্বর সিটের খুব সাধারণ একজন প্রেমিক ,


আর আমি চঞ্চলা হরিণী !