সৃষ্টি সাহিত্য যাপন#দেবদারু#অরিন্দম_ভট্টাচার্য্য
আমি আকাশের দিকে মুখ তুলে বাঁচি...শিহরিত হই সূর্যের প্রতিটি কিরণে,ক্ষণেক্ষণে...উর্ধ্বপানে এগিয়ে চলি... লক্ষ্য ধ্রুবতারা।তবুও...দুঃখ আমার পিছু ছাড়েনি আজও।কারণ জিজ্ঞাসিছো?সে কি নি…
সৃষ্টি সাহিত্য যাপন
#দেবদারু
#অরিন্দম_ভট্টাচার্য্য
আমি আকাশের দিকে মুখ তুলে বাঁচি...
শিহরিত হই সূর্যের প্রতিটি কিরণে,
ক্ষণেক্ষণে...
উর্ধ্বপানে এগিয়ে চলি... লক্ষ্য ধ্রুবতারা।
তবুও...
দুঃখ আমার পিছু ছাড়েনি আজও।
কারণ জিজ্ঞাসিছো?
সে কি নিজে ছাড়া, অন্য কেউ...
হয়েছে কখনো? কোনো যুগে, কোনো দিন?
নিজের ভুলেই জ্বলি যে নিজে --
প্রায় সমস্ত শাখাপ্রশাখা আজ বিপথগামী...
তারা মেনে নিতে পারেনি আমার পন্থা,
মাথা উঁচু করে বাঁচার মন্ত্র...
বিদ্রোহ করেছে তারা।
ভুল আমারই ---
বোঝাতে পারিনি আদর্শের কথা...
শেখাতে পারিনি সহজসরল
জীবনযাপনের আদব কায়দা...
শেখাতে পারিনি সহবৎ।
নতমস্তক মোহান্ধ শাখারা
আজ ভুলেছে উর্ধ্বগতি,
বেড়ে চলেছে ভূমির সমান্তরাল...
সুযোগ সন্ধানী অভিকর্ষ আজ
টানছে জোরে... আরো জোরে...
তারা হচ্ছে নত দিন দিন
শয়তানের কাছে।
ভুল সত্যিই... আমারই ---
বিপথগামী হওয়া সহজ, কিন্তু সে পথে
মেরুদন্ড ঋজু রেখে এগিয়ে চলা সহজ নয়...
বোঝাতে পারিনি।