Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

গদ্যকবিতা -।অন্ধ বিশ্বাসকলমে-শিখা গুহ রায়তারিখ -৩১/১/২০২১কি দেখার কি দেখছি এসবজ্ঞানশূন্যের ঘর শেয়ালের শিকারকুমীরের করাত দাঁত ওরাই এবার বেশ ছেড়ে পথে নেমেছে।
ভজন-কীর্তন শেষে হয়ে উঠছে বৈষ্ণব কি লীলাময় খেলাঅথচ আগুন লাগলে দেখা যায় উ…

 


গদ্যকবিতা -।অন্ধ বিশ্বাস

কলমে-শিখা গুহ রায়

তারিখ -৩১/১/২০২১

কি দেখার কি দেখছি এসব

জ্ঞানশূন্যের ঘর 

শেয়ালের শিকার

কুমীরের করাত দাঁত 

ওরাই এবার বেশ ছেড়ে পথে নেমেছে।


ভজন-কীর্তন শেষে 

হয়ে উঠছে বৈষ্ণব কি লীলাময় খেলা

অথচ আগুন লাগলে 

দেখা যায় উলঙ্গ কঙ্কাল,

আর বাজারের থলিতে আঁষ্টে গন্ধ।


এদিকে লম্বা ফতোয়ায় 

দুর্বল মাথাগুলো হারাচ্ছে সহায়

সালু কাপড়ের নেশায়।


কাঁকড়ার বিষ 

জেনেও তুলে নেয় নিজ হাতে

অন্ধবিশ্বাসের লাইন 

দেখলে মনে হয়

অন্য গ্রহের দেবতার উৎসব।

 

এতে ঘর পোড়ার গন্ধ থাকলেও 

ভুলে যায় রাস উৎসব,

শিশিরভেজা সবুজ ঘাসের মুখ।