Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন "থেমে থাকা কবিতা"✍সুস্মিতা মালাকার ঘোষ
'শেষের কবিতা' আজও  মাঝে মাঝে পড়ি  নস্টালজিয়া দিয়ে আজও স্বপ্নকে গড়ি,প্লেটনিক লাভ আজও কি পাওয়া যায়? ভালোবাসা নিয়ে কবিতা লেখা যে দায়।
অমিত লাবণ্য আজও …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

"থেমে থাকা কবিতা"

✍সুস্মিতা মালাকার ঘোষ


'শেষের কবিতা' আজও  মাঝে মাঝে পড়ি 

 নস্টালজিয়া দিয়ে আজও স্বপ্নকে গড়ি,

প্লেটনিক লাভ আজও কি পাওয়া যায়?

 ভালোবাসা নিয়ে কবিতা লেখা যে দায়।


অমিত লাবণ্য আজও প্রেম খুঁজে মরে 

জীর্ণ পাতারা আজও অসময়ে ঝরে,

সময় আজও থেমে থাকে কোনো বাঁকে

 অমিত লাবণ্য আজও একাকীই থাকে।


পাহাড় ঘেরা মনোরম পথ ধরে

কল্পনাগুলো নীল আকাশেতে ওড়ে,

অরণ‍্যে আজও রোদন যে বৃথা যায় 

ইতিহাস বুঝি লেখা থাকে শলাকায়।


লাবণ্য আজ অন্য পথের রেখায়

জীবনকে আজও জীবনের পাঠই শেখায়,

অমিতেরা জানি উপ‍ন‍্যাসের ভাঁজে

প্রেমটাকে খোঁজে আজও বুঝি মাঝে মাঝে।