Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : ধোঁয়া
কলমে : জয়ন্ত ভট্টাচার্য্যতারিখ : ১৯/০১/২০২১
যখনিই দীপ জ্বালি তব মন দ্বারেসহসা অভিমানী ঝড় , দেয় নিভিয়ে তারে , আলোকের কণা গুলি সহসা উধাওঅন্ধকারে ভালোবাসা শুধু হাতড়াও । গল্প অনেক আছে , আছে গীতিমা…

 


সৃষ্টি সাহিত্য যাপন


কবিতা : ধোঁয়া


কলমে : জয়ন্ত ভট্টাচার্য্য

তারিখ : ১৯/০১/২০২১


যখনিই দীপ জ্বালি তব মন দ্বারে

সহসা অভিমানী ঝড় , দেয় 

নিভিয়ে তারে , 

আলোকের কণা গুলি সহসা উধাও

অন্ধকারে ভালোবাসা শুধু হাতড়াও । 

গল্প অনেক আছে , আছে গীতিমালা 

প্রিয়জন , প্রয়োজনে শুধু করে খেলা 

ওজনের পাশানে একদিক ভারি 

একেলা একেলা কিভাবে খেলাঘর গড়ি । 

ফুল , পাখি, চাঁদ , তারা 

সবই গেলো বিফলে , 

বাস্তব আটকায় দরজাটা শিকলে ।

ভালোবাসি দেখতে রংমশালের জ্বলা 

 রঙের রোশনাইতে চারপাশ ভরা ,

পতঙ্গ ছুটে আসে ঝাঁপ দিতে আগুনে 

ভালোবাসা লীন হলো আগুনের ছোঁয়াতে । 

বুঝি আমি সবকিছু , 

পাই আগুনের ছোঁয়া ,

সবকিছু কেড়ে নেবে 

শুধু রেখে যাবে ধোঁয়া, ধোঁয়া,ধোঁয়া ।


জয়ন্ত ভট্টাচার্য্য ।@