Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -কবিতাশিরোনাম -মানুষের দীর্ঘশ্বাসকলমে -জয়ন্তী ভারতীতারিখ -৩০,০১,২০২১ 
হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখযদি কখনো কেঁদে ওঠে কিংবাযদি প্রাচীন শিলালিপি থেকেসব শোকের গান সশব্দে বেজে যায়,তাহলে যেমন মধ্যাহ্নের আকাশসহসা …

 




সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ -কবিতা

শিরোনাম -মানুষের দীর্ঘশ্বাস

কলমে -জয়ন্তী ভারতী

তারিখ -৩০,০১,২০২১ 


হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ

যদি কখনো কেঁদে ওঠে কিংবা

যদি প্রাচীন শিলালিপি থেকে

সব শোকের গান সশব্দে বেজে যায়,

তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ

সহসা দুঃখে ম্লান হয়ে যাবে

গোলাপ হবে কৃষ্ণবর্ণ।


তার চেয়েও বিষন্নতা নেমে আসবে

মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস

যদি বৃষ্টির মতো ঝরে পড়ে।

তেমন সম্ভাবনা আছে বলেই

মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে।

তার চোখে নিয়তই জল ঝরে

তবু দেখা যায় না।


মানুষের ভেতর কতো যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে

কত যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যু সংবাদ

মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস

আর আহত সভ্যতা

মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে।

মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে।

একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়,

কেউ জানে না।

একেকটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়,

হায়, কেউ জানে না।