Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা শিরোনাম : সাগর বুকে                  *********সাগরপারে গল্পে বোনা রত্ন বেদির তলে,সাগরের মৎসকন্যা হয়ে ভেসে যাই জলে,অতল তলের ছুঁয়ে মানিক,শেওলা পাথর মাঝে খানিক,মুক্তা প্রবাল ছুঁয়ে আবার ভাসি সাগর জলে ।
পালতোলা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা 

শিরোনাম : সাগর বুকে

                  *********

সাগরপারে গল্পে বোনা রত্ন বেদির তলে,

সাগরের মৎসকন্যা হয়ে ভেসে যাই জলে,

অতল তলের ছুঁয়ে মানিক,

শেওলা পাথর মাঝে খানিক,

মুক্তা প্রবাল ছুঁয়ে আবার ভাসি সাগর জলে ।


পালতোলা জাহাজ যখন ভাসবে সাগর বুকে,

তিমি হয়ে ছুটবো জলে নোনা নেব শুঁকে,

আমার চলার উথাল পাথাল,

সাগরের জল হবে মাতাল,

আপন আনন্দে ভাসব জলে রইবো মহাসুখে ।


সাগরবেলায় ঝিনুক হয়ে রইবো অবহেলে,

আপন পেটের মুক্তা নেবে সাদরে  lসব ফেলে,

বালির বুকে নিজের খোলস,

এলিয়ে পড়ে রইবো অলস,

হালকা ছোঁয়ায় আসবে ধীরে ধীরে নোনা জলে ।


✍️পম্পা বন্দ্যোপাধ্যায়

31.01.2021