সৃষ্টি সাহিত্য যাপন বিষয়:গদ্য কবিতার শিরোনামে: মাইকেল মধুসুধন দত্তকলমে: যতীন দাসতারিখ: 31.01.2021***************************আমরা জেনেচিলাম অমিত্রাক্ষর ছন্দপ্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত!,তখনকার যুগে সাহিত্যের ভাবনারজন্ম মধুসূদন দত…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়:গদ্য কবিতার
শিরোনামে: মাইকেল মধুসুধন দত্ত
কলমে: যতীন দাস
তারিখ: 31.01.2021
***************************
আমরা জেনেচিলাম অমিত্রাক্ষর ছন্দ
প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত!,
তখনকার যুগে সাহিত্যের ভাবনার
জন্ম মধুসূদন দত্ত দিয়েছিলেন তা
তৎকালীন সমাজ স্বীকৃতি দিয়েছিলেন!
তিনি ই রাবন কে প্রকৃত শক্তিশালী
বীর বলে আর কত্যবোপারায়ণ বলে
মেঘনাদ বদ কাব্যে প্রকাশিত করেছিলেন!
রাম কে ভীরু আর দুর্বল চিত্তের
রক্তমাংসের মানুষ রূপে দেখেছিলেন,
সেই যুগে এই মেঘনাদ বদ কাব্যে
ভীষণ ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল!
অসাধারণ সাহসী লেখক ছিলেন
আর মানুষ হিসেবে ও বিরাট প্রাপ্তি
স্বয়ং রবীন্দ্রনাথ খুব ছোট বেলায়
এই মেঘনাদ বদ কাব্য পড়েছিলেন
আর ভীষণ ভাবে আকৃষ্ট হয়ে
পড়েছিলেন!,
আর এই সময় অহিষ্ণুতা ভোরে গেছে
ধর্মের উগ্রতা বারুদের গন্ধের মত
আকাশে বাতাসের উড়ে বেড়াচ্ছে,
সংস্কৃতিকে ছুঁড়ে ফেলা দেবার
আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে!,
সারা দেশে দলদলি তে ভেসে যাচ্ছে!
যে যেখানে পাচ্ছে সেখানে যাচ্ছে,
ধর্মের সুড়সুড়িতে আসক্ত হয়েছে,
বিপদ যে সমুদ্রের উত্তাল ডেউয়ের মত ধেয়ে আসছে দেশের মধ্যে,
মানসিক দিক থেকে ভেঙে পড়েছে,
মান আর নাই মান এটাই হতে চলেছে
আজ মনীষীদের নিয়ে দড়ি টানামানি
হচ্ছে নিজেদের স্বার্থে,
স্বার্থ ফুরিয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেবে
ভোটের দামামা বেজে গেছে,
এই সময় যদি মাইকেল মধুসূদন দত্ত
মেঘনাদ বদ কাব্য লিখতেন, তা
নিয়ে দেশে আগুন জলে যেত!,
আর দেশদ্রোহী আর বিশ্বাসঘাতক
বলে দেশে আখ্যা পেয়ে যেতেন!
ভাগ্গিস মাইকেল মধুসূদন দত্ত
সেই যুগে জন্মে ছিলেন, না হলে
এই যুগে হলে " মেঘনাদ বদ কাব্যে
লেখার অপরাধে জেলে বসে
সারাটা জীবন ওখানেই শেষ নিঃশাস
ত্যাগ করতে হতো
অন্যায় কে অন্যায় প্রীতিবাদ করার
মানুষ, এভাবে সংকুচিত হচ্ছে!
আমরা বড় অসহায় হয়ে যাচ্ছি,
আর ভীষণ ভয়ার্ত মুখ দেখতে পাচ্ছি
আমাদের মনীষীদের নিয়ে,
আমাদের বাক স্বাধীনিতা নিয়ে
জাত পাত ধর্ম অধর্মের বিভেদ থেকে
বেরোতে পারবো কী??????
আজকে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে
সমাজের কাছে ?