Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন************কবিতা************শিরোনাম --- ধ্বংসের রাজসূয় যজ্ঞ*******************উৎপল রাউত****************১৬/০১/২১*****************
বিষাদের ধূলার আস্তরণ করবীর পাতায় পাতায়
এ জায়গায় সে বিষদৃশ্য জীর্ণ বেশের ভিখির…

 


সৃষ্টি সাহিত্য যাপন

************

কবিতা

************

শিরোনাম --- ধ্বংসের রাজসূয় যজ্ঞ

*******************

উৎপল রাউত

****************

১৬/০১/২১

*****************


বিষাদের ধূলার আস্তরণ করবীর পাতায় পাতায়


এ জায়গায় সে বিষদৃশ্য জীর্ণ বেশের ভিখিরি


কংক্রিটের নির্মাণের বিশাল কর্মযজ্ঞের পাশে


উদ্ধত মিনারের পূর্ণ রূপ পাবার দানবীয় হুঙ্কারে


করবীর শিরা উপশিরা অমোঘ ভবিষ্যতে সিঁদুরে মেঘ দেখে


ধূলার আবিরে প্রতিক্ষণ হোলি খেলার উপহাস মাখা

যুবতী করবী আজ একি রূপ তোমার?


জরাগ্রস্ত, বলিরেখা আঁকা, মুমুর্ষু নতমস্তক এক বৃদ্ধা তুমি


প্রকৃতির নাভিশ্বাসের মর্মন্তুদ শব্দ তোমার শাখা প্রশাখায় শুনি


ভোরের শিশিরের হোমিওপ্যাথি ঔষধ তোমার কর্কট রোগে ব্যর্থ


অব্যর্থ আজ মানুষের প্রকৃতি সংহারের এই দক্ষযজ্ঞ


মানুষ আজ কালিদাস, তার শিয়রে দাবানলের উত্তাপ


সে দম্ভের আঁচে ওই উত্তাপকে ভ্রূক্ষেপ না করে 

ধ্বংসের রাজসূয় যজ্ঞে নেমেছে ।


*****************************