Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা :- " অচিন মন "   কলমে :- দেবাশিস সেনগুপ্ত।১৫-০১-২০২১ 
সূর্য তখন অস্তাচলে দিগঞ্চলে চন্দ, বসন্তের বইছে বাতাসমিষ্টি মৃদু মন্দ। 
বাজছে সানাই জ্বলছে আলো আনন্দ বাহারি, লাল শাড়িতে মুকুট মাথেলজ্জা মাখা ন…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা :- " অচিন মন "   

কলমে :- দেবাশিস সেনগুপ্ত।

১৫-০১-২০২১ 


সূর্য তখন অস্তাচলে 

দিগঞ্চলে চন্দ, 

বসন্তের বইছে বাতাস

মিষ্টি মৃদু মন্দ। 


বাজছে সানাই জ্বলছে আলো 

আনন্দ বাহারি, 

লাল শাড়িতে মুকুট মাথে

লজ্জা মাখা নারী।


উলুধ্বনি শঙ্খ নাদে

আমি ছাঁদনা তলায় 

মঞ্চে এবার এলে তুমি 

চড়ে পিঁড়ির দোলায়। 


কেউ চিনি না কেউ জানি না 

অচিন দুটোই মন,

এ জীবনে বাঁধল বাসা 

হয়ে আপনজন। 


হাতের পরে হাত রাখলাম 

চোখের পরে চোখ,

সাক্ষী ছিল অগ্নি, সাক্ষী 

ছিল সকল লোক। 


সেদিন থেকে আমরা দুজন 

হলাম জীবন সাথী, 

ত্রিশ বছর  দুঃখ সুখে 

চলছি দিবারাতি।