Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।কবিতাঃ-বধির স্বপ্ন।কলমেঃ-বিমান বিশ্বাস।তারিখঃ-২৯/০১/২০২১।
যদি পারো!একটি বার ঘ্রাণ নিয়ে যেওনিয়ে যেও আমার হৃদয় পোড়ার গন্ধ!
যদি পারো!একটি বার এসে দেখে যেও,দেখে যেও আমার ভালোবাসাকিভাবে বৃষ্টি হীন বৈশাখী ঝড়েহয়ে…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

কবিতাঃ-বধির স্বপ্ন।

কলমেঃ-বিমান বিশ্বাস।

তারিখঃ-২৯/০১/২০২১।


যদি পারো!

একটি বার ঘ্রাণ নিয়ে যেও

নিয়ে যেও আমার হৃদয় পোড়ার গন্ধ!


যদি পারো!

একটি বার এসে দেখে যেও,

দেখে যেও আমার ভালোবাসা

কিভাবে বৃষ্টি হীন বৈশাখী ঝড়ে

হয়েছে সে মৃত্যুগ্ৰাস অন্তিম পথের পথিক!


জানো কি প্রিয়তা?

তুমিই;

 এসেছিলে আমার জীবনে,

সোনালী আভার কত্থক গায়ে মেখে-

এসেছিলে তুমি;

সিন্ধুর মতো কলধ্বনি নিয়ে,

যার পরশে আমার অন্তরে তন্ত্রীত হয়েছিল অপূর্ব মিলনের সুর!


আমি কখনো ভাবিনি জানো!

এ ভালোবাসায়;

ধোঁয়াটে গন্ধ ছড়াবে আমার

প্রেমের নরম শরীরে....

দগ্ধ অঙ্গারে পতিত হবে আমার,

অতি আদরের ভালোবাসা!


তুমি কি জানো;

আমাকে দেখে আজকাল,

উপহাস আর অট্টহাসিতে খসে পড়ে,

খসে পড়ে কত শত তারা!

ডানা ভাঙা গোলাপের পাপড়ি

আঁছড়ে পড়ে মাটির বুকে--

নির্ঘুম চোখের সুস্পষ্ট ছাপ 

উদাসী নয়নে থাকে নির্বাক উদাসীন-


আমি না ভেবেছিলাম;

তুমি খুলবে নিদ্রার পোশাক

প্রত‍্যাশা ভরে ভরিয়ে দেবে 

আমার হৃদয়, আমার নিঃশব্দ ভালোবাসাকে....

প্রেমের মধুর রাগিণী শোনাবে নিশিদিন,অষ্ট প্রহর---

অশ্রুজলে ভিজবো তুমি আমি..

গগন ভেদী হৃদয়ের কথা উড়িয়ে দেবো 

উড়িয়ে দেবো জ‍্যোৎস্না আলোয়,

বাসর ঘরের মধুরিমায় মাতবো তুমি আমি,

কিন্তু....