Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন  গল্প - প্রাক্তন ভাবি কেমনে তুমি আমার প্রথম  ভালোবাসা,  সোনালী চক্রবর্তী২১/০১/২০২১
প্রেমে সফলতার সংজ্ঞা কি হতে পারে ? সকলেই হয়তো বলবেন ভালোবাসার মানুষ টিকে বিবাহের বন্ধনে আবদ্ধ করা ।কিন্তু আমার মনে হয় তুমি যাকে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

  গল্প - প্রাক্তন ভাবি কেমনে তুমি আমার প্রথম  ভালোবাসা, 

 সোনালী চক্রবর্তী

২১/০১/২০২১


প্রেমে সফলতার সংজ্ঞা কি হতে পারে ? সকলেই হয়তো বলবেন ভালোবাসার মানুষ টিকে বিবাহের বন্ধনে আবদ্ধ করা ।কিন্তু আমার মনে হয় তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করে খারাপ দিকগুলোর পরিচয় পাওয়ার আগে, তার প্রতি ভালোবাসা ঘৃণায় পর্যায়ে যাওয়ার আগে ,তাকে ভালোবাসাই ভালো একভাবে ।সে যদি যেতে চায়  সম্পর্ক থেকে তাকে যেতে দাও ,জোর করে বেঁধে রেখোনা ।হাসি মুখে যেতে দাও ।


এই পৃথিবীতে একেবারের জন্য  কোন কিছুই হারায় না ।শুধু রূপটার বদল ঘটে ।পৃথিবীতে এই যে জলচক্র চলে যা মাটিতে ফসল ফলাতে সাহায্য করে ।তা বলে কি বৃষ্টি তেই মেঘের সমাপ্তি ঘটে ? নদী ,সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে আবার মেঘের সৃষ্টি হয় ।আসলে ফসল আর সমুদ্রের মধ্যেই বেঁচে থাকে মেঘ।তাহলে কি মেঘ প্রাক্তন হয়?  তেমনি সম্পর্কে ও কোন কিছুই কখনো প্রাক্তন হয় না।

আসলে যে কোন দূরত্ব সন্মানের সাথে  হোক সম্মানের সাথে বাঁচুক।আর বিচ্ছেদ বাঁচুক ভালোবাসা কিন্তু  সন্মানের সাথে ।


তাইতো সমীর যখন কিছু না বলেই অসীমাকে ছেড়ে চলে গেল ওর বাড়ি মেঘালয়ে ।দুবছরের একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক সব একনিঃমেষে ভুলে গিয়ে ,একটা বলার ও প্রয়োজন  বোধ করলোনা । তখনকার মত রাগ হলেও শুধু একটাই কথা জানার জন্য অসীমা ব‍্যাকুল, কেন এমন করলো সমীর ? এত ভালোবাসার মানুষ টা যে অপেক্ষা করে থাকতো তার জন্য এতটুকু দেরি যার সহ‍্য হত না ।পাগল হয়ে যেত তার গলা স্বর শোনার জন্য, তাকে দেখার জন্য প্রতিনিয়ত। সে এমন করতে পারলো ? ,অসীমাকে ও এতদিনের অভ‍্যাস টাকে বদলাতে  হবে । ফোনের নাম্বারটা বদলে নিলো সে ।


এই ভাবে কেটে গেল দীর্ঘ বার বছর। 

এর মধ্যে অসীমার বিয়ে হয়ে গেছে এখন সে দুই ছেলে মেয়ের মা, সংসারের সকল দায়িত্ব তাকে একা সামলাতে হয়, কারন তার বর বাইরে কাজ করে সপ্তাহে  দুদিন বাড়িতে তার আসা ।এত ব‍্যস্ততার মধ্যেই তার ফোনটা বেজে উঠলো ফোনে একটা অজানা  ফোন নাম্বার।কাজের মধ্যেই ফোনটা ধরে, কিন্তু ওপারে গলার স্বরটা খুব চেনা লাগছে?  খুব ভালো করে শুনে ধরতে ভুল হলনা ,এতো সমীর। 


কি রে অবাক হলি তো ? 

আমি কি কথা বলতে পারি যদি অনুমতি দিস ।

বল কি বলবি ? 

বিয়ে করেছিস ? 

বর কি করে রে ? তোর ছবি দেখলাম ।

আগের থেকে অনেক সুন্দর হয়েছিস তুই ।

তুই আমার ফোন নাম্বার পেলি কোথা থেকে ? 

দেখ মানুষ যাকে চায় ,ভালোবাসে তাকে ঠিক খুঁজে নেবেই ।

তোর বন্ধু প্রতিমার সাথে দেখা হয় ওর কাছ থেকেই ।


ও প্রতিমা ? ওতো অনেক আগেই  বিয়ে করে চলে গেছে এখান থেকে ।আমার অনেক আগে ওর বিয়ে হয় ।

এখন বল তুই বিয়ে করেছিস ।বৌ কেমন হয়েছে ? ছেলে মেয়ে ?

আমার কথা থাক আগে একটু শুনি তোর গলার স্বর  খুব ভালো  করে ।ভালো আছিস না রে ? খুব সুখী তুই তাই তো ? 

শোন এখন ওসব থাক তুই আমায় বলতো হঠাৎ ওভাবে চলে গেলি কেন ? কি দোষ করেছিলাম আমি ? ।


তোর ,তোর কোন দোষ নেই রে সব আমার দোষ ।আসলে আমার কপালে তুই হয়তো ছিলিনা ? 

অসীমার কাছে সমীর এখন একজন বন্ধু ছাড়া কিছুই নয় ।তবু পারেনা তাকে এড়াতে তার সুখেই যে সে সুখী, সে ভালো আছে এটা ভেবেই সে আনন্দিত ।সমীর এখন তার কাছে অতীতের সুখ আর বতর্মানের  স্মৃতি ।

     তবু সে স্মৃতি যে বড় মধুর ।