Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

# শিরোনাম - পরিবর্তনশীল# কলমে - চিত্রা চ‍্যাটার্জীতারিখ - ২০/০১/২১
ঋতু বদলায় কালের নিয়মেমনের অনুভূতি গুলোও একটু একটু করে বদলেযেতে থাকেসবকিছুই যে পরিবর্তনশীল।
প্রখর রোদ্রের তাপ নিয়ে আসে গ্রীষ্মকালবৈশাখী উড়িয়ে যায় ধূলো।
আমার মনের প্রখ…

 


# শিরোনাম - পরিবর্তনশীল

# কলমে - চিত্রা চ‍্যাটার্জী

তারিখ - ২০/০১/২১


ঋতু বদলায় কালের নিয়মে

মনের অনুভূতি গুলোও একটু একটু করে বদলে

যেতে থাকে

সবকিছুই যে পরিবর্তনশীল।


প্রখর রোদ্রের তাপ নিয়ে আসে গ্রীষ্ম

কালবৈশাখী উড়িয়ে যায় ধূলো।


আমার মনের প্রখর তাপে হাঁসফাঁস করা জমাট বাঁধা 

বরফের মতো শক্ত হয়ে যাওয়া কষ্ট গুলো উষ্ণতার ছোঁয়ায় গলে গলে পড়তে থাকে পাহাড়ের আল বেয়ে।


জলের মধ্যে টুপটাপ বৃষ্টির ফোঁটাতে তরঙ্গ বাহিত হয়,

আমার আবেগ ছড়িয়ে যায় সবুজ পাতায় পাতায়,

বর্ষা যে এসে গেছে 

মনে বৃষ্টি নামে।


আকাশের পেঁজা তুলোর মতো মেঘ, শিউলি ফুলের সুরভী বুঝিয়ে দেয় শরতের শরতের আহ্বান,

আমার মনও ঝলমলে মিঠেল রোদ গায়ে মেখে স্বপ্নের জাল বোনে।


কন্ কনে্ ঠান্ডায় কুয়াশা ভরা উত্তরে হাওয়া বুঝিয়ে দেয় শীতের আগমন বার্তা,

আমার মনও খেজুঁর রসের ঘ্রাণে খুঁজে পায় নিজের ছোটবেলা।


কোকিলের সুর, পলাশ ফুলের রঙ বসন্তের ছবি আঁকে,

আমার মনও লাল আবির মেখে উড়ে চলে অজানা 

নিরুদ্দেশের পথে শুধুই ভালোবেসে,

তোমার অপেক্ষায় দেখা হবে ঝরাপাতার দিনে।


প্রত‍িটি ঋতু আসে আবার চলে যায় 

শুধু আমাদের সহ‍্য ক্ষমতা বাড়িয়ে দিয়ে যায়

বুঝিয়ে দিয়ে যায় সবকিছুই ক্ষণস্থায়ী,

সবকিছুই পরিবর্তনশীল।