Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন,কবিতা,শিরোনামে -গুমুরে কান্না,কলমে -প্রদীপ মন্ডল,রচনাকাল -08/01/2021-রাত্রি 12-52 mnt.পোস্টের তারিখ -11/01/2021.
স্তব্ধ নিখিল অখিল বিশ্ব সেদিন করেছিল হাহাকার,তোমরা শোনোনি কি তার গুমুরে কান্না?ঝিঁঝিঁপোকারা করেছি…

 


সৃষ্টি সাহিত্য যাপন,

কবিতা,

শিরোনামে -গুমুরে কান্না,

কলমে -প্রদীপ মন্ডল,

রচনাকাল -08/01/2021-রাত্রি 12-52 mnt.

পোস্টের তারিখ -11/01/2021.


স্তব্ধ নিখিল অখিল বিশ্ব সেদিন করেছিল হাহাকার,

তোমরা শোনোনি কি তার গুমুরে কান্না?

ঝিঁঝিঁপোকারা করেছিল চিৎকার,রাত হয়েছিল বিবর্ণা!

আকাশ বাতাস নিথর জনমানব শূন্য ধরণী,

বীভৎস ঝঙ্কারে ডেকেছিল শৃগাল কুকুরের দল,

মানুষখেকো হায়নারা মিছিলে মিছিলে করেছিল কোলাহল!

হলাহল বয়েছিল অশ্রুপ্রবাহ আরক্তিম দিকচক্রবালে,

কতনা বেদনা সয়েছিল যাতনা,নির্লিপ্ত অবনী বেখেয়ালে!

ভুলিনি আজও সেদিনের কথা,তুমি কি জানো দুহাজার একুশ?

কত মানুষ,কত মানুষ,হয়েছিল বেদনায় বেসহারা বেহুঁশ?

এমনদিন চাইনিগো এ পৃথিবীতে,চাইনা ধরণীর শুনতে কান্না,

হিংসা বিদ্বেষ ভুলে অনিমেষ,ভরাও ভালোবাসার রঞ্জনা!

দিশাহীন ভ্রমণ আশাহীন জীবন,ভাষাহীন মরণের পরেই শান্তির রেশ!

আসা যাওয়া সার সকলই অসার,এজীবন শূন্য সিঁড়ি ভগ্নাবশেষ!

আসবে সেদিন চলে যাবো একদিন,এ পৃথিবীতে কাঁদার মতো কেউ রবেনা,

আমারই বুকে রবে চিরসুখে,একঝাঁক অনাবিল গুমুরে কান্না!