Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম--ছোটবেলাকার শীতকলমে--নীতা কবি9/1/2021
ছোট্টবেলার শীতের কথা মনে পড়ে বার বারকতো মজা আর কতো খুনসুটি করে এসেছি পার।
পৌষ আর মাঘ আসে শীত নিয়ে, মিষ্টি আমেজ নিয়েসকাল বেলার রোদ পোহানো চাদরটি গায়ে দিয়ে।
বাড়ীর …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম--ছোটবেলাকার শীত

কলমে--নীতা কবি

9/1/2021


ছোট্টবেলার শীতের কথা মনে পড়ে বার বার

কতো মজা আর কতো খুনসুটি করে এসেছি পার।


পৌষ আর মাঘ আসে শীত নিয়ে, মিষ্টি আমেজ নিয়ে

সকাল বেলার রোদ পোহানো চাদরটি গায়ে দিয়ে।


বাড়ীর চাষীরা ধান নিয়ে আসে গোরুর গাড়ী বোঝাই

খামার নিকোনো গোবর দিয়ে চলতো সাফ-সাফাই।


নবান্ন হতো আলপনা দিয়ে,কতো যেন পরিপাটী

নতুন চাল আর নতুন গুড়ের পায়েস ভর্তি বাটি।


ছোটাছুটি খেলা, লুকোচুরি খেলা ধানের গাদার পিছনে

কতো মজা ছিলো, আনন্দ ছিলো, বার বার পড়ে মনে।


পৌষালার রান্না করা চাল-ডাল দিয়ে খিঁচুড়ী

তুতো-ভাইবোন একসাথে মিলে বানাতাম ডিমের কারী।


মকর-সিনান, পিঠে পুলি খাওয়া, রোদে বসে ভাত খাওয়া

কচিকাঁচাদের হৈচৈ হতো, ভরতো বাড়ীর দাওয়া।


বাবা-কাকাদের হাত ধরে ধরে মেলা দেখবার ধূম

কেন্দুলী-মেলার ভেঁপু কিনে এনে উড়তো চোখের ঘুম।


দিনরাত্রির বাজাতাম বাঁশী, খেতাম বকুনী যতো

আদরে-শাসনে মিষ্টি-মধুর ভালোবাসা ছিলো কতো!


আজও শীত আসে, পিকনিক হয়, সব ঠিকঠাক হয়

সব কিছু যেন হয়ে গেছে মেকি, শৈশবের মতো নয়।


Copyright@nitakabi

7/1/2021