নির্বাচন যত এগিয়ে আসছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ততই চড়ছে। এরইমধ্যে শুভেন্দু অধিকারী নিজের বাড়িতে পদ্ম ফুল ফোটানোর কথাও বলেছেন প্রকাশ্য মঞ্চ থেকে। এর মাঝে মঙ্গলবার শুভেন্দুর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে মহিষাদ…
নির্বাচন যত এগিয়ে আসছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ততই চড়ছে। এরইমধ্যে শুভেন্দু অধিকারী নিজের বাড়িতে পদ্ম ফুল ফোটানোর কথাও বলেছেন প্রকাশ্য মঞ্চ থেকে। এর মাঝে মঙ্গলবার শুভেন্দুর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে মহিষাদল বিধানসভার আয়োজনে দ্বাড়িবেড়িয়াতে এক বিশাল জনসভা।
সভায় উপস্থিত তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, সাংসদ শতাব্দী রায়,জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি,মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী, হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সামন্ত সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্বরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আজকের সভায় বিশেষ রাজনৈতিক তাৎপর্য পূর্ণ। গত ২রা জানুয়ারি একই মাঠে সভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা।
এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ ও চ্যালেঞ্জ ছুড়েন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তৃতীয় বারের জন্য আবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন বলে জানান সাংসদ শতাব্দী রায়।