Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফল বিতরণ

দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবসে হলদিয়া মহকুমা হাসপাতালে সুতাহাটা-হলদিয়া স্টেট গভঃ এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমারস সোসাইটি লিমিটেড এর পক্ষ থেকে ১৫০ জন রোগীদের হাতে ফল ও শুকনো খাবার বিতরণ করা হল।উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা…

 



দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবসে হলদিয়া মহকুমা হাসপাতালে সুতাহাটা-হলদিয়া স্টেট গভঃ এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমারস সোসাইটি লিমিটেড এর পক্ষ থেকে ১৫০ জন রোগীদের হাতে ফল ও শুকনো খাবার বিতরণ করা হল।উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক অভনীত পুনিয়া,হলদিয়া উন্নয়ন পর্যদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস কুমার মাইতি,সংস্থার সম্পাদক নটরাজ গিরি,শ্যামল পট্টনায়ক প্রমুখ।