আমফান নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে নন্দীগ্রামে মন্তব্য শুভেন্দু অধিকারীর। ঘোলপুকুরে কৃষক আইনের সমর্থনে সভার শেষে বিরুলিয়াতে এক কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, আমফানে প্রচুর ক্ষতি হ…
![]() |
আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী |
আমফান নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে নন্দীগ্রামে মন্তব্য শুভেন্দু অধিকারীর। ঘোলপুকুরে কৃষক আইনের সমর্থনে সভার শেষে বিরুলিয়াতে এক কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, আমফানে প্রচুর ক্ষতি হয়েছে নন্দীগ্রাম এলাকায়। মানুষ সঠিক ক্ষতিপূরণ পায় নি। ক্ষতিপূরণ নিয়ে দলবাজি হয়েছে। পঞ্চায়েতে যারা আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এই সব করা হয়েছে। এর প্রতিফলন আগামী বিধানসভা নির্বাচনে পরবে।:
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি অঞ্চলে কিছু ভোট পাবে বাকি ১৪ টি অঞ্চলে বিজেপি জয়লাভ করবে। তৃণমূল নেত্রী পাঁচ বছর অন্তর নন্দীগ্রামকে মনে পড়ে ভোটের সময়। নন্দীগ্রামের সভা থেকে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর।